• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আগামীকাল প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

  ২৯ মে ২০১৮, ১৯:৪২

ঘড়ির কাঁটা ঘুরে দ্রুতই কাছে চলে আসছে। এরপরই পর্দা উঠতে যাচ্ছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের। বিশ্বসেরা হওয়ার এ আসরে তুমুল যুদ্ধে অবতীর্ণ হবে ৩২ দেশ। টানা এক মাস চলবে এ যুদ্ধ। একবিংশতম ফুটবল বিশ্বকাপে মাঠ মাতাবেন বিশ্বের বাঘা বাঘা খেলোয়াড়রা। তাদের পায়ের জাদুতে মোহিত হবে ফুটবল বিশ্ব।

এর আগে কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে অংশগ্রহণকারী দলগুলো। বুধবার প্রীতি ম্যাচে হাইতির বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি মিশন শুরু করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ইনজুরিতে জর্জরিত আর্জেন্টিনা দলের প্রথম একাদশে অনেকটাই নিজের জায়গা পাকা করে ফেলেছেন জুভেন্টাস স্ট্রাইকার হিগুয়েইন। তাছাড়া গোলরক্ষক সমস্যায় ভোগা আর্জেন্টিনার হয়ে এ ম্যাচে গোলবারের নিচে দেখা যাবে ৩৫ বছর বয়সী কাবায়েরোকে।

সার্জিও আগুয়েরো ও লুকাস বিগলিয়া ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় ম্যাচে তাদের থাকার সম্ভাবনা ক্ষীণ। তাছাড়া ইনজুরিতে ভোগা মার্কাদোর পরিবর্তে হয়তো একাদশে দেখা যেতে পারে আনসালদিকে। মার্কাস রোহোর পরিবর্তে লেফট ব্যাকে থাকতে পারেন তালিয়াফিকো। এছাড়া রক্ষণভাগ সামলাবেন অভিজ্ঞ ওটামেন্ডি এবং ফাজিও।