• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

মুস্তাফিজের বদলে কে যাচ্ছেন দেরাদুন?

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মে ২০১৮, ১৮:২৮

পায়ের ইনজুরিতে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশ দলের অন্যতম সদস্য মুস্তাফিজুর রহমান।

দলের অন্য সদস্যরা যখন দেরাদুনে অবস্থান করছে, মুস্তাফিজ তখন পায়ের ব্যথায় কাতর। তবে নির্বাচকদের দাবি মুস্তাফিজ তার চোটের কথা বোর্ডের কাছে লুকিয়েছেন।

মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে সদ্য আইপিএল খেলে দেশে এসেছেন। দেশে এসে জাতীয় দলের সাথে একদিন অনুশীলনও করেন। পরের দিন খেলেন ২০ ওভারে একটি প্রস্তুতি ম্যাচও। এরপরই বাধে ঝামেলা। পায়ের ব্যথা সহ্য করতে না পেরে নির্বাচকদের বলেই ফেলেন চিকিৎসা আর বিশ্রাম দেয়ার কথা।

শেষ মুহূর্তে মুস্তাফিজের সরে দাঁড়ানোতে বাংলাদেশ অস্বস্তিতে পড়লেও নিশ্চয় স্বস্তির নিঃশ্বাস ছেড়েছেন আফগানিস্তান। আজ সকালে দেরাদুনের উদ্দেশ্যে দেশ ছেড়েছে মাত্র ১২ জনের একটি দল।

--------------------------------------------------------
আরও পড়ুন : আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের ফলাফল
--------------------------------------------------------

সাকিব তার ব্যক্তিগত কাজে ছুটি নিয়েছেন দুই দিন। তামিম খেলতে গেছেন ইংল্যান্ডে বিশ্ব একাদশের হয়ে চ্যারিটি ম্যাচ।

তবে মুস্তাফিজের বদলি হিসেবে দেরাদুন কে যাচ্ছেন তার নাম এখনও প্রকাশ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু বিসিবির গোপন সূত্রে জানা গেছে, মুস্তাফিজের বদলি হিসেবে পেসার আবুল হাসান রাজুকেই পাঠানো হবে দেরাদুনে। তবে এই তালিকায় আছে আরও ক’জন। আছে স্পিনারের নামও।

আরও পড়ুন :

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh