• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিশ্বকাপের জন্য সব দিয়ে দিতে রাজি: মেসি

স্পোর্টস ডেস্ক

  ২৯ মে ২০১৮, ১০:৪৫

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে ৩২টি ট্রফি জয় করেছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের শুরু থেকেই লা লিগার দলটির জার্সিতে পাঁচ বার ব্যালন ডি’অর জয় করে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। অন্যদিকে আর্জেন্টিনার জার্সিতে ৩০ বছর বয়সীর সাফল্যের ভাণ্ডার অপূর্ণ।

আকাশী-সাদা জার্সিতে ১৩ বছর আগে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয়। আর ২০০৮ সালে বেইজিং অলিম্পিক থেকে ফুটবলে সোনা জিতে ফিরেছিলেন আলবিসেলেস্তে শিবিরে। এবার রাশিয়া থেকে বিশ্বকাপ আর্জেন্টিনায় নিয়ে ফিরতে মরিয়া মেসি। বলছেন, ক্লাব স্তরে যে ৩২টি ট্রফি তিনি জিতেছেন তার সবগুলো তিনি দিয়ে দিতে পারেন, শুধু একটা স্বপ্নের কাপটার জন্য।

২০১৪ সালে রানার্স আপের ট্রফি সঙ্গে ‘সান্ত্বনা পুরস্কার’ হিসেবে গোল্ডেন বল পান সময়ের সেরা তারকা। বিশ্বকাপ জয়ের এতো কাছাকাছি গিয়েও তা জিততে না পারার আক্ষেপ এখনও কাটিয়ে উঠতে পারেননি এই আর্জেন্টাইন।

এবারের বিশ্ব কাপের গ্রুপ ‘ডি’ তে আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া মুখোমুখি হবে হোর্হে সাম্পওয়ালির শিষ্যরা। ১৬ জুন নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে নামবে দুই বারের বিশ্বসেরা দলটি।