• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়া বিশ্বকাপে বার্সেলোনার ভিন্ন রেকর্ড

স্পোর্টস ডেস্ক

  ২৮ মে ২০১৮, ১৫:৩২

কয়েক দিন পড়েই শুরু হচ্ছে বিশ্বকাপ। রাশিয়ায় বসছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞের ২১তম আসর। শনিবার শেষ হয়েছে চ্যাম্পিয়নস লিগ। ক্লাব ফুটবলের মৌসুম শেষ হবার সঙ্গে সঙ্গেই ফুটবল প্রেমীদের চোখ এখন গ্রেটেস্ট শো অন আর্থে।

বিশ্বকাপকে ঘিরে ইতিহাস, রেকর্ড ও সমীকরণ নিয়ে ব্যস্ত ফুটবলমোদীরা। ক্লাব তারকারা কোন দলের হয়ে খেলছেন সে দিকেও বাড়তি নজর দিচ্ছেন সবাই।

ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি আ’, জার্মান বুন্দেসলিগা, ফ্রেঞ্চ লিগ ওয়ানের মতো ইউরোপের সেরা লিগগুলো ছাড়াও বিশ্বের ৩২ দেশের খেলোয়াড়রা এতে অংশ নিচ্ছেন।

রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি খেলোয়াড় অংশ নিচ্ছেন ম্যানচেস্টার সিটি থেকে। ইংলিশ ক্লাবটি থেকে মোট ১৭ জন মাতাবেন বিশ্বকাপ। তবে প্রথমবারের মতো বিরল রেকর্ড গড়েছে লা লিগা জায়ান্ট বার্সেলোনা।

আগামী ১৪ জুন শুরু হবে ফুটবলের মহা আসার। মাসব্যাপী এই আয়োজনটি আট গ্রুপে ভাগ করা হয়েছে।

স্প্যানিশ ক্লাবটি থেকে বিশ্ব আসরে অংশ নেয়া সব গ্রুপে অন্তত একজন করে লস ব্লাঙ্কোস ফুটবলার রয়েছেন। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবার এমনটা হলো।

একনজরে দেখে নেয়া যাক সেই তালিকাটি

গ্রুপ ‘এ’

বার্সা তারকা লুইস সুয়ারেজ রয়েছেন গ্রুপ ‘এ’তে। উরুগুয়ের জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।

গ্রুপ ‘বি’

এই গ্রুপে রয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। বার্সার আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুস্কেটস, জেরার্ড পিকে, এবং জর্ডি আলবা দলটির হয়ে অংশ নিচ্ছেন বিশ্বকাপে।

গ্রুপ ‘সি’

ফ্রান্সের স্যামুয়েল উমতিতি এবং উরমানে ডেম্বেলে রয়েছেন গ্রুপ ‘সি’তে।

গ্রুপ ‘ডি’

আর্জেন্টাইন ফুটবল বিস্ময় লিওনেল মেসি রয়েছেন গ্রুপ ডিতে। তার সঙ্গে এই গ্রুপে থাকছেন ক্রোয়েশিয়ান তারকা ইভান রাকিটিচ।

গ্রুপ ‘ই’

ব্রাজিলিয়ান দুই সাম্বা তারকা থাকছেন গ্রুপ ‘ই’তে। ফিলিপে কুতিনহো এবং পাউলিনহো দুজনই বার্সার মাঝ মাঠের সৈনিক।

গ্রুপ ‘এফ’

জার্মানির বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন মার্ক আন্দ্রে টের স্টেগান। বার্সার হয়ে গোল পোস্ট সংরক্ষণ করছেন নিয়মিতই। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে ২৬ বছর বয়সী তারকাকে মাঠে নামার সম্ভাবনাই বেশি।

গ্রুপ ‘জি’

বেলজিয়ামের হয়ে গ্রুপ ‘জি’তে রয়েছেন থমাস ভারমালিন। ফিফা র‌্যাংকিয়ে তিন নম্বরে রয়েছে বার্সার এই সেন্টার ব্যাকের দল।

গ্রুপ ‘এইচ’

কলম্বিয়ার হয়ে মাঠ মাতাবেন ইয়েরি মিনা। বার্সার রক্ষণভাগের এই তারকা রয়েছেন গ্রুপ ‘এইচ’ এ।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh