• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফের অন্তর্বর্তীকালীন কোচ ওয়ালশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মে ২০১৮, ১৬:৫১

আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় দল। ভারতের দেরাদুনেতে এই সিরিজের জন্য চূড়ান্ত দল দেয়া হলেও জলঘোলা ছিল কোচ নিয়ে। যদিও প্রায় নিশ্চিতভাবেই বলা যাচ্ছিল এই সিরিজেও ভারপ্রাপ্ত হেড কোচের দায়িত্বে দলের প্রধান বোলিং কোচ কোর্টনি ওলাশই থাকবেন। মাঝে গুঞ্জন উঠেছিল আফগান সিরিজের আগে নতুন কোচ নিয়োগ হয়েও যেতে পারে।

কিন্তু সেটি আর হয়নি। তাই আপদকালীন ভরসা ওয়ালশই। গত বছরের অক্টোবরে হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর এই ছয় মাস প্রধান কোচ ছাড়াই চলছে মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসানদের।

তবে বিসিবি আশ্বাস দিলেও সেটি আর বাস্তবায়ন হয়নি বিধায় শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির দায়িত্বও পড়েছিল ওয়ালশের কাঁধে।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করে জানায়, জুনে ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তিকেই দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

চলতি মাসের ২৯ তারিখে দেরাদুনের উদ্দেশে রওনা করবে বাংলাদেশ দল। এরপর ৩, ৫ ও ৭ জুন রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচগুলো।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রস্তুতি ক্যাম্পের স্কোয়াড নিয়ে যা বললেন সুজন
বাংলাদেশের স্পিন বোলিংয়ে বৈচিত্র্য আনতে চান মুশতাক
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
জাতীয় দলের অ্যানালিস্ট হলেন মহসিন শেখ
X
Fresh