• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চোট সারাতে সিডনি যাচ্ছেন নাসির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ মে ২০১৮, ১৭:২১

একের পর এক চোটে জর্জরিত ক্রিকেটাঙ্গন। সেরেও উঠেছেন অনেকে। তবে এখনও সেরে উঠেননি জাতীয় দলের অলরাউন্ডার নাসির হোসেন। জানা গেছে আগামী ৫ জুন অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি। নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশিষ চৌধুরী।

ঢাকা প্রিমিয়ার লীগ শেষ করে সিরাজগঞ্জে এক বন্ধুর বিয়েতে যান এই অলরাউন্ডার। সেখানে শখের বশে ফুটবল খেলতে গিয়ে ডান হাঁটুর লিগামেন্ট ছিড়ে ফেলেন। পরে সেটা স্বীকারও করেন নাসির।

--------------------------------------------------------
আরও পড়ুন : রাশিয়া বিশ্বকাপে ম্যানসিটির রেকর্ড
--------------------------------------------------------

ডা: দেবাশিষ চৌধুরী বলেন, আগামী ৫ জুন সিডনিতে তার অস্ত্রোপচারের জন্য আমরা একটি অ্যাপয়েনমেন্ট নিয়েছি। চলতি মাসের ২৫ বা ২৬ তারিখের দিকে নাসির অস্ট্রেলিয়ার উদ্দেশে রওয়ানা দিতে পারে বলে আশা করা হচ্ছে। সাধারণত এই ধরনের অস্ত্রোপচার থেকে সারতে প্রায় ছয় মাস সময় লাগে।