• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

২০ ওভারে কলকাতার সংগ্রহ ১৬৯

স্পোর্টস ডেস্ক

  ২৩ মে ২০১৮, ২১:৩৪

এলিমিনেটর পর্বের দ্বিতীয় ম্যাচে টসে হেরে শুরুটা মোটেও ভালো হয়নি কলকাতা নাইট রাইডার্সের। তবে শেষটা ভালো হয়েছে। ২০ ওভার শেষে ৭ উইকেটের কলকাতার সংগ্রহ ১৬৯ রান।

ইডেন গার্ডেনে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়ালস। রাজস্থানের দুই বোলার কৃষ্ণাপ্পা গৌতম আর জোফরা আর্চারের বোলিং তোপে কলকাতার প্রথম চার ব্যাটসম্যান পার হতে পারেনি বিশ রানের কোটা।

২৪ রানে যখন ৪ উইকেট নেই কলকাতার সেখান থেকে দলের হাল ধরেন অধিনায়ক দীনেশ কার্তিক। কার্তিকের সাথে যোগ্য সংগ দেন সুভাম গিল। কার্তিকের ব্যাটে আসে ৩৮ বলে ৫২ রান। সুভাম করেন ১৭ বলে ২৮ রান।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিশ্বকাপের আগেই পগবার ওমরা পালন
--------------------------------------------------------

শেষের দিকে কলকাতার বিপদের ভরসা আন্দ্রে রাসেল করেন মূল কাজটা। মাত্র ২৫ বলে রাসেল করেন ল ৫ ছয় আর ৩ চার। রাজস্থানের হয়ে ২ উইকেট করে পান গৌতম, আর্চার আর বেন লাফলিন। ১ উইকেট নেন শ্রেয়াস গোপাল।

এই ম্যাচে যে হারবে সেই দলই ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। জয়ী দল খেলবে প্রথম এলিমিনেটর ম্যাচে পরাজিত দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে।

কলকাতা দল

ক্রিস লিন, সুনীল নারিন, রবীন উথাপ্পা, নীতীশ রানা, শুভমান গিল, আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (অধিনায়ক), পীযূষ চাওলা, জেভন সার্লেস, প্রসিধ কৃষ্ণ, কুলদীপ যাদব।

রাজস্থান দল

অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রাহুল ত্রিপাঠী, সঞ্জু স্যামসন, হেনরিক ক্লাসেন, কৃষ্ণাপ্পা গৌতম, স্টুয়ার্ট বিনি, জোফ্রা আর্চার, শ্রেয়স গোপাল, ইস সোধি, জয়দেব উনাদকাট, বেন লাফলিন।

আরও পড়ুন :

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুজরাটকে গুঁড়িয়ে দিল্লির রেকর্ড জয়
জালালের মন্তব্যকে সেরা জোকস বললেন সালাউদ্দিন
গুজরাটকে ব্যাটিংয়ে পাঠালো দিল্লি
ভারতের হাইব্রিড পিচে খেলা হচ্ছে না মোস্তাফিজের
X
Fresh