• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পাড়ার ক্রিকেটে থার্ড আম্পায়ার আইসিসি!

স্পোর্টস ডেস্ক

  ২৩ মে ২০১৮, ১৭:৩৩

ক্রিকেটের বিশ্বায়নে নতুন করে ভাবতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারই হয়তো নমুনা পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলের একটি ক্রিকেট ম্যাচের ভুল শুধরে দেয়া।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি গতকাল মঙ্গলবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করে। সেখানে দেখা গেছে, ব্যাটিং করার সময় ব্যাটে লেগে বল বাঁক দিয়ে স্টাম্পে লাগে। তখন ব্যাটসম্যান দাগের বাইরে ছিল।

এই ঘটনার ভিডিওটি ‘হামজা’ নামে একজন আইসিসির পেজে ম্যাসেজ করেন। হামজাকে তার উত্তরও দিয়েছে সংস্থাটি। ক্রিকেট আইনে ৩২.২ অনুযায়ী এটি নিশ্চিত আউট।

আইসিসি ফিরতি পোস্টে জানায়, সকালে হামজা নামের এক ভক্ত ভিডিওটি পাঠিয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন এটা আউট কি না? তবে ব্যাটসম্যানের জন্য দুর্ভাগ্য যে ৩২.১ নম্বর আইন অনুযায়ী নিশ্চিত করছে....এটা আউট!