• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তিতে ৩৩ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

  ২৩ মে ২০১৮, ১৭:১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেখানে ১৫ জনের কেন্দ্রীয় চুক্তি থেকেও কমিয়ে আনে ১১তে এনেছে সেখানে পাশের দেশ শ্রীলঙ্কা তার প্রায় দ্বিগুন খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তিতে নিয়ে এসেছে। তবে তালিকা থেকে বাদ পড়েছেন লাসিথ মালিঙ্গা। বিশ্বকাপের আগে কিংবদন্তি পেসারের না থাকার বিষয়টি গণমাধ্যমগুলো বাঁকা চোখে দেখছে।

২০১৮/২০১৯ সালের জন্য শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি) ৩৪ শতাংশ বেতনও বৃদ্ধি করেছে জাতীয় দলে থাকা খেলোয়াড়দের জন্য।

২০১৭ সালে পারফরম্যান্স ভিত্তিক বেতন মডেল তৈরি করার পর আর্থিকভাবে স্থিতিশীলতা এসেছে লঙ্কান ক্রিকেট বোর্ডে। তাই এই মৌসুমে এসএলসি তাদের খেলোয়াড়দের আগের পরিমাণের চেয়ে বেশি অর্থ প্রদান করবে, যা ম্যাচ ফিও বৃদ্ধি করবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিদায় ম্যাচে ছেলেকে নিয়ে মাঠে নামলেন কিংবদন্তি
--------------------------------------------------------

এসএলসি সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা বলেন, শ্রীলঙ্কার ক্রিকেটে শেষ অর্থবছরের আর্থিকভাবে ভালো লাভের পর থেকেই আমরা মনে করেছি যে খেলোয়াড়দের বেতন বৃদ্ধি করা উচিত। কারণ লঙ্কান ক্রিকেটের উন্নয়নে তারা বড় অবদান রাখছে।

৩৩ জন খেলোয়াড় পাঁচটি ক্যাটাগরির অধীনে রয়েছে - এ, বি, সি, ডি এবং প্রিমিয়ার ক্যাটাগরিতে।

ক্যাটাগরি এ

অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্ডিমাল, রঙ্গনা হেরাথ, সুরঙ্গ লাকমল, দিমুথ করুণারত্নে।

ক্যাটাগরি বি

উপল থারাঙ্গা, দিলরুয়ান পেরেরা।

ক্যাটাগরি সি

কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দানঞ্জয় ডি সিলভা, কুশল পেরেলস, থিসারা পেরেরা।

ক্যাটাগরি ডি

আকিলা দানঞ্জয়, দুশমন্থ চামিরা, আসেলা গুণরাত্নে, দানুশকা গুনাথিলাক, নুওয়ান প্রদীপ।

প্রিমিয়ার ক্যাটাগরি

শাদেরা সামারাউইকারমা, রোশন সিলভা, লাহিরু থিরিমাননে, লাহিরু গামেজ, বিশ্ব ফার্নান্দো, লাকসান সান্দাকান, জেফরি বান্দারসে, দসুন শানাকা, কুশল সিলভা, শেহান মাদুশঙ্কা, লাহিরু কুমার, মালিন্থা পুষ্পকুমার, আমিলা আফনসো, ওয়ানিদু হাসারঙ্গা, ঈশুর উদানা, দিলশান মুনাওয়ারা।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেস্ট অভিষেকেই আইসিসি থেকে সুসংবাদ পেলেন হাসান 
বড় হারে সিরিজ শেষ বাংলাদেশের
পরাজয়ের শঙ্কা নিয়ে চতুর্থ দিন পার বাংলাদেশের
দ্বিতীয় সেশনে লঙ্কানদের প্রাপ্তি ৪ উইকেট
X
Fresh