• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১৫ জুনের আগেই কোচ পাচ্ছে টাইগাররা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০১৮, ১৭:০৩

কোচ সমস্যার সমাধান হবে এবার। এমন অনেক তারিখ গুনতে গুনতে পার হয়ে গেল ৬ মাস। কিন্তু কোচ আর মিলেনি বাংলাদেশ দলের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপাতত ব্যর্থ বলা যায়। যে জন্য স্বরণাপন্ন হওয়া দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার গ্যারি কারেস্টেনের। ভারতের ক্রিকেটকে বদলে দেয়া এই কোচ যদি এবার তার পরামর্শে বাংলাদেশ ক্রিকেটকে বদলে দিতে পারে সেটা দেশের ক্রিকেটের জন্যই লাভ।

গত রোববার তিন দিনের সফরে ঢাকা এসেছেন গ্যারি। এসেই নিজ দায়িত্বে ডেকে কথা বলেছেন মাশরাফি মুর্তজা, মুশফিকুর রহিম আর তামিম ইকবালের সাথে। বিষয়টা হয়তো ‘কেমন কোচ চাও তোমরা’।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান এতদিন সুনির্দিষ্ট করে কিছু বলতে না পারলেও আজ মঙ্গলবার গণমাধ্যমকে বলেন কোচ আসার ব্যাপারে সুনির্দিষ্ট সময়সূচি।