• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

স্পেনে ইনিয়েস্তা থাকলেও নেই মোরাতা

স্পোর্টস ডেস্ক

  ২১ মে ২০১৮, ১৮:২৩

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ২০১০ এর চ্যাম্পিয়ন স্পেন। কোচ জুলেন লোপেতেগুইয়ের দলে নেই দেশের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় আলোনসো মোরাতা। আরো বাদ পড়েছেন সার্জি রবার্তো, মার্কোস আলোনসো, ভিতোলো।

২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর ভিসেন্তে দল বক্সের কাছ থেকে কোচের দায়িত্ব বুঝে নেন লোপেতেগুই। ৫১ বছর বয়সী এই কোচের অধীনে স্পেনের অনূর্ধ্ব-১৯ এবং ২১ দল ইউরোপিয়ান শিরোপা জিতেছে।

এবারের বিশ্বকাপে 'বি' গ্রুপে পড়েছে স্পেন। গ্রুপে লা রোজাদের প্রতিপক্ষ পর্তুগাল, মরক্কো আর ইরান। মূল লড়াইয়ে নামার আগে আগামী ৩ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন, ৯ জুন আরেকটি ম্যাচ রয়েছে তিউনিসিয়ার বিপক্ষে।

--------------------------------------------------------
আরও পড়ুন : মত পাল্টেছেন গ্যারি কারেস্টেন!
--------------------------------------------------------

মোরাতাকে বাদ দেয়া নিঃসন্দেহে লোপেতেগুইয়ের জন্য সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল। চেলসির স্ট্রাইকার স্পেনের সর্বকালের সবচেয়ে দামি খেলোয়াড়। তবে ২০১৮-১৯ মৌসুমে চেলসির হয়ে বাজে একটি মৌসুম কাটানোর জেরেই দলে জায়গা হারালেন এই স্ট্রাইকার।

রাশিয়া বিশ্বকাপে ১৬ জুন প্রথম ম্যাচেই স্পেনের প্রতিপক্ষ শক্তিশালী পর্তুগাল। ২১ জুন দ্বিতীয় ম্যাচে ইরানের মুখোমুখি হবে ইনিয়েস্তা-পিকেরা। আর ২৬ জুন শেষ ম্যাচে স্পেনের প্রতিপক্ষ মরোক্কো।

স্পেনের চূড়ান্ত স্কোয়াড
কোচ : জুলেন লোপেতেগুইয়ে

গোলরক্ষক : পেপে রেইনা, ডেভিড দি গিয়া, কেপা আরিজাবালাগা।
ডিফেন্ডার : নাচো ফার্নান্দেজ, সার্জিও রামোস, দানি কারভাজেল, জেরার্ড পিকে, জর্ডি আলবা, আলভারো ওদ্রিজোলা, নাচো মনরিয়েল, সেজার আজপিলিকোয়েটা।
মিডফিল্ডার : আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুসকেটস, সওল নিগুয়েজ, কোকে, ইস্কো, মার্কো আসেনিসও, থিয়াগো আলকানতারা, ডেভিড সিলভা।
ফরোয়ার্ড : ইয়াগো আসপাস, রদ্রিগো, ডিয়েগো কস্তা, লুকাস ভাজকুয়েজ।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
২০২৬ বিশ্বকাপে জার্মানির কোচ নাগেলসমান
X
Fresh