• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘জিতি-হারি, দলের সবাই মেসির জার্সি চাই’

স্পোর্টস ডেস্ক

  ২১ মে ২০১৮, ১৭:০৭

সময়ের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি। খেলেন আইকনিক ১০ নম্বর জার্সি পরে। আর্জেন্টাইন তারকার সেই জার্সিটা পেতে চান তার সকল ভক্ত-সমর্থকরা। মজার ব্যাপার হচ্ছে এই তালিকায় নাম লিখিয়েছে গোটা একটি ফুটবল দল! সেই দলটির নাম আইসল্যান্ড। যারা প্রথমবারের মতো সুযোগ পেয়েছে বিশ্বকাপের মূলপর্বে। আইসল্যান্ডের চাওয়া রাশিয়া বিশ্বকাপে খেলতে যাওয়ার সময় মেসি যেনো তার ২৩টি জার্সি নিয়ে যান।

আগামী ১৪ জুন রাশিয়ায় পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের ২১তম আসরের। রাশিয়া বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে আইসল্যান্ড। ১৬ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হবে আইসল্যান্ডের। সেই ম্যাচকে সামনে রেখে মেসিকে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন দলটির রাইটব্যাক দিয়েগো জোহানেসন।

আর্জেন্টাইন ক্রীড়া দৈনিক ডেইলি ওলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দলের সবাই মেসির জার্সিটা চায়। আমিও তাদের মধ্যে একজন। তবে তার কাছে প্রথমে যে জার্সিটা চাইবে মেসি তাকেই দেবে। এটা নিয়ে আমরা কোনো ঝামেলায় জড়াতে চাই না। মেসির প্রতি আমার পরামর্শ সে যেনো রাশিয়ায় ২৩টি জার্সি নিয়ে যায়। কারণ আমাদের দলের ২৩ জনই তার জার্সিটা চায়।

বাকি সবার মতো মেসির প্রশংসা করলেন জোহানসেনও। গ্রুপপর্বে মেসির আর্জেন্টিনার বিপক্ষে খেলার আনন্দ এখনই ছুঁয়ে যাচ্ছে তাকে, বিশ্বকাপের মতো মঞ্চে মেসিকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে আমরা বেশ খুশি। সে বিশ্বসেরাদের একজন।

এএ/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
X
Fresh