• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মেসির হস্তক্ষেপে ৫ বছরের চুক্তিতে বার্সায় গ্রিজমান!

স্পোর্টস ডেস্ক

  ২১ মে ২০১৮, ১৪:৪৮

গেলো সপ্তায়ে বর্তমান দল অ্যাতলেটিকো মাদ্রিদকে উয়েফা ইউরোপা লিগ শিরোপা উপহার দিয়েছেন আঁতোয়ান গ্রিজমান। ফাইনালে ফ্রেঞ্চ লিগ ওয়ানের দল মার্সেইর বিপক্ষে ৩-০ গোলে জয় পায় স্প্যানিশ দলটি। ওই ম্যাচে জোড়া গোল করেন ফ্রান্স জাতীয় দলের এই ফরোয়ার্ড। চলতি মৌসুমে গুঞ্জন রটে প্রায় ৪ বছর ধরে খেলে আসা অ্যাতলেটিকো ছেড়ে পাড়ি জমাচ্ছেন লা লিগার জায়ান্ট দল বার্সেলোনায়। এবার সেই গুঞ্জনের পালে লেগেছে নতুন হাওয়া।

ব্রিটিশ গণমাধ্যম ‘মেট্রো’র মতে, বার্সার মহাতারকা লিওনেল মেসি সম্প্রতি এই ফ্রেঞ্চম্যানকে বার্তা পাঠিয়েছেন। আর তাই ২৭ বছর বয়সী গ্রিজমান সন্তুষ্ট হয়ে পরের মৌসুমেই যোগ দিচ্ছেন কাতালান ক্লাবটিতে। সবচেয়ে বড় তথ্যটি হচ্ছে পাঁচ বছরের চুক্তিতে যাচ্ছেন এই ফরোয়ার্ড।

স্প্যানিশ গণমাধ্যম স্পোর্টের বরাতে এক প্রতিবেদনের আরও জানানো হয়, ১০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজে আগামী ১ জুলাই থেকে ব্লাউগ্রানা শিবিরে যোগ দিচ্ছেন।

প্রত্যেক মৌসুমে গ্রিজমানকে মূল বেতন হিসেবে ১৫ মিলিয়ন ইউরো দেয়া হবে। যা মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ বেতনধারী ফুটবলার হিসেবে বার্সা মাতাবেন।