• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাদিও মানেকে রেখে চূড়ান্ত দল সেনেগালের

স্পোর্টস ডেস্ক

  ১৮ মে ২০১৮, ১৫:১১

২০০২ সালে প্রথমবার বিশ্বকাপে জায়গা পায় সেনেগাল। ওই আসরের গ্রুপ পর্বে ফ্রান্সকে হারিয়ে তাক লাগিয়ে দেয় দেশটি। পরের দুই ম্যাচে ডেনমার্ক, উরুগুয়ের সঙ্গে ড্র করে চলে যায় নকআউট পর্বে। যেখানে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টারে চলে যায় সেনেগাল। এরপর দীর্ঘদিন দেখা যায়নি তাদের। অবশেষ দীর্ঘ ১৬ বছর পর রাশিয়া বিশ্বকাপে নাম লেখালো লিভারপুলের তারকা ফুটবলার সাদিও মানের দেশ সেনেগাল।

রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন সেনেগালের কোচ আলিউ সিস। সেনেগাল ফুটবল দলের সকল আলো কাড়বেন লিভারপুল তারকা সাদিও মানে এবং নাপোলির তারকা কালিদু কোলিবালি।

প্রায় সব দল বিশ্বকাপ শুরুর আগে ৩টি করে প্রস্তুতি ম্যাচ খেললেও সেনেগাল খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। মূলপর্বে মাঠে নামার আগে ৩১ মে লুক্সেমবার্গ এবং ৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে তারা। ‘এইচ’ গ্রুপে সেনেগালের অন্য তিন প্রতিপক্ষ হলো কলম্বিয়া, জাপান এবং পোল্যান্ড।

সেনেগালের প্রাথমিক স্কোয়াড
কোচ : আলিউ সিস

গোলরক্ষক : আবদোলাই দিয়ালো, আলফ্রেড গোমিস, খাদিম দিয়াই।
ডিফেন্ডার : লামিন গাসামা, সালিউ সিস, কালিদু কোলিবালি, কারা বোদি, ইউসুফ সাবালি, সালিফ সানে, মুসা ওয়াগ।
মিডফিল্ডার : ইদ্রিসা গুইয়ে, চেইখো কোয়েত, আলফ্রেড দিয়াই, বাদো দিয়াই, চেইখ দোয়ে, ইসমাইলা সার।
ফরোয়ার্ড : কেইটা বালদে, মামে বিরাম দিউফ, মুসা কোনাতে, সাদিও মানে, এমবায়ে নিয়াং, দিয়াফ্রা সাখো, মুসা সো।

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh