• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টস ছাড়াই হবে টেস্ট ম্যাচ!

স্পোর্টস ডেস্ক

  ১৭ মে ২০১৮, ১৭:২৭

টেস্ট ক্রিকেটে টস প্রথা নিয়ে অনেক আগেও গুঞ্জন উঠেছিল। সে সময়ও বলা হয়েছিল টেস্ট ক্রিকেট থেকে সরিয়ে নেয়া হবে টস। চলতি মাসের শেষদিকে মুম্বাইতে বসতে যাচ্ছে আইসিসির সভা।

এই সভায় হয়তো কাটা পড়তে যাচ্ছে যুগ যুগ ধরে চলে আসা টসের নিয়ম। ১৮৭৭ সালে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের মধ্য দিয়ে শুরু হয় টস প্রথা। সে ম্যাচ থেকেই প্রচলিত ম্যাচের শুরুতে টসের মাধ্যমে আগে ব্যাটিং-বোলিংয়ের সিদ্ধান্ত নেয়ার বিষয়টি।

তবে আইসিসির প্রাথমিক এই সিদ্ধান্তের প্রতি অনাস্থা জানিয়েছে আইসিসিরই অনেক সদস্য।

কিন্তু বিশ্ব ক্রিকেট সংস্থা এই নিয়ম তুলে দেয়ার পেছনেও যুক্তি দাঁড় করিয়েছে। তাদের যুক্তি অনুযায়ী, স্বাগতিক দল আগে থেকেই জানে উইকেট কেমন হবে কিংবা পিচ থেকে কেমন সুবিধা পাবে। তাই সফরকারী দল নির্ধারণ করবে আগে কারা ব্যাট কিংবা বল করবে।
--------------------------------------------------------
আরও পড়ুন : তুরিনের বুড়িকে বিদায় বললেন বুফন
--------------------------------------------------------