• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নতুন গন্তব্যে ম্যারাডোনা

স্পোর্টস ডেস্ক

  ১৬ মে ২০১৮, ২২:৩৫

এবার আর কোচ নয়, চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন দিয়াগো ম্যারাডোনা। বেলারুশের শীর্ষ লিগের ক্লাব ডায়নামো ব্রেস্ট ক্লাবের প্রধান হিসেবে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

ডায়নামো ব্রেস্টের সঙ্গে আগামী ৩ বছরের জন্য চুক্তি সই করেছেন ৫৭ বছর বয়সী এই সাবেক আর্জেন্টাইন।

গতকাল মঙ্গলবার বেলারুশের এই ক্লাবটি একটি টুইট বার্তার মাধ্যমে নিশ্চিত করেন ম্যারাডোনাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেয়ার বিষয়টি। কর্তৃপক্ষ জানায়, ম্যারাডোনা শুধু চেয়ারম্যানের দায়িত্বেই নয় আমাদের ক্লাবের কৌশলগত উন্নয়নের দিকেও খেয়াল রাখবেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : চমক দিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা
--------------------------------------------------------

এ নিয়ে ম্যারাডোনাও চুক্তি সইয়ের একটি ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। ১৯৮৬ সালের বিশ্বকাপের নায়ক সেখানে লিখেন, আমি ডায়নামো ব্রেস্টের হয়ে চুক্তি সই করেছি। আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ।

এর আগে তিনি কোচের দায়িত্ব পালন করেন তিনবার ‘ফুটবল ঈশ্বর’ খ্যাত এই তারকা। কোচিং অধ্যায়ের শুরুতে ছিলেন আমিরাতের ক্লাব আল ওয়াসেলের। দ্বিতীয়বার দায়িত্ব নেন সেই আমিরাতেরই আরেক দ্বিতীয় বিভাগের দল আল ফুজাইরার।

ফুজাইরারকে দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে না ওঠাতে পারায় পদত্যাগ করেন ম্যারাডোনা। ম্যারাডোনা দায়িত্ব নিয়েছিলেন স্বদেশেরও। ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত দায়িত্বে থাকেন আর্জেন্টিনা জাতীয় দলের।

আরও পড়ুন :

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যারাডোনা ও পেলের মধ্যে কে সেরা, জানালেন ফিফা সভাপতি
মৃত্যুর তিন বছর পর কর ফাঁকির মামলায় মুক্তি পেলেন ম্যারাডোনা
‘ম্যারাডোনা অ্যাওয়ার্ড’ জিতলেন রোনালদো
X
Fresh