• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাশিয়া বিশ্বকাপ ২০১৮

তিউনিসিয়া ও কোস্টারিকার প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

  ১৬ মে ২০১৮, ১০:০১

আর মাত্র ২৯ দিন পর মাঠে গড়াবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবলের। একবিংশতম ফুটবল বিশ্বকাপ আয়োজনের গুরুদায়িত্ব পেয়েছে ভৌগলিকভাবে বিশ্ব মানচিত্রের সবচেয়ে বড় দেশ রাশিয়া। বিংশ শতাব্দীর সেরা গোলরক্ষক ‘স্পাইডার’ লেভ ইয়াসিনের বদৌলতে ফুটবলে রাশানদের আছে আলাদা নামডাক। এবার সেটা ছাপিয়ে যাবার চ্যালেঞ্জ পুতিনের দেশের।

প্রত্যেকটি দেশই চায় বিশ্বকাপে সেরা পারফরম্যান্স করে নিজ দেশকে আলোচনায় নিয়ে আসতে। সেই উপলক্ষ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে তিউনিসিয়া ও কোস্টারিকা। ইতোমধ্যে অস্ট্রেলিয়া, স্বাগতিক রাশিয়া, পর্তুগাল, ক্রোয়েশিয়া, মেক্সিকো, কলম্বিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, মিশর, আইসল্যান্ড, ইরান, পেরু ও দক্ষিণ কোরিয়া দল ঘোষণা করেছে।

আফ্রিকা মহাদেশের দল তিউনিসিয়া এনিয়ে পঞ্চমবারের মতো অংশ নিতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ ফুটবল বিশ্বকাপে। সে লক্ষ্যে বিশ্বকাপের জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন দেশটির কোচ নাবিল মালোল। ‘জি’ গ্রুপে তিউনিসিয়ার তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, বেলজিয়াম এবং পানামা।

--------------------------------------------------------
আরও পড়ুন : গেইলের পাঞ্জাবের মুখোমুখি মুস্তাফিজের মুম্বাই
--------------------------------------------------------