• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বকাপে নেইমারকে নিয়েই ব্রাজিলের দল চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক

  ১৫ মে ২০১৮, ০৯:২৫

২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করলো ব্রাজিল দল। ইনজুরিতে আক্রান্ত দলের সবচেয়ে সেরা তারকা নেইমারকে নিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

নিজেদের ষষ্ঠ বিশ্বকাপ জেতার মিশনে আগামী ১১ জুন রাশিয়া পৌঁছাবে সেলেকাওরা। মূল পর্বে খেলার আগে দুটি ওয়ার্মআপ ম্যাচে অংশ নিবে মার্সেলো-কুতিনহোরা। আগামী ৩ জুন ক্রোয়োশিয়া ও ১০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে তিতের শিষ্যরা।

--------------------------------------------------------

আরও পড়ুন : আর্জেন্টিনা বিশ্বকাপ দলে দিবালা-ইকার্দি

--------------------------------------------------------

একুশতম আসরের ‘ই’ গ্রুপে ব্রাজিল ছাড়াও রয়েছে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া।

নিজেদের প্রথম ম্যাচে ১৭ জুন দক্ষিণ আমেরিকার দলটি মুখোমুখি হবে সুইজারল্যান্ডের বিপক্ষে। কোস্টারিকার বিপক্ষে ২২ জুন মাঠ মাতাবে এবারের বিশ্বকাপের অন্যতম ফেবারিট দলটি। ২৭ জুন গ্রুপের পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার বিপক্ষে নামবে নেইমারের দল।

২৩ সদস্যের ব্রাজিল স্কোয়াড

গোলকিপার

অ্যালিসন বেকার (রোমা), এডারসন স্যানটানা দে মোরাইস (ম্যানচেস্টার সিটি), কাসিও (করিন্থিয়াস)।

ডিফেন্ডার

মার্সেলো (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (পিএসজি), দানিলো (ম্যানচেস্টার সিটি), ফাগনার (করিন্থিয়াস), ফিলিপে লুইস (অ্যাথলেতিকো মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), মিরান্দা (ইন্টার মিলান), পেদ্রো জেরোমেল (গ্রেমিও)।

মিডফিল্ডার

কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফের্নানদিনহো (ম্যানচেস্টার সিটি), পওলিনহো (বার্সেলোনা), ফ্রেড (শাখতার), রেনাতো আউগুস্তো (বেইজিং গুয়ান), ফিলিপে কুতিনহো (বার্সেলোনা), উইলিয়ান (চেলসি), ডগলাস কস্তা (জুভেন্টাস)।

ফরোয়ার্ড

নেইমার (পিএসজি), তাইসন (শাখতার), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রবের্তো ফিরমিনো (লিভারপুল)।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
গরুর মাংস আমদানি নিয়ে বিরোধ, যা বলছে খামারিরা
ব্রাজিলে বাণিজ্য মানে দক্ষিণ আমেরিকার বাজারে ঢোকার সুযোগ
ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
X
Fresh