• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিপ টেস্টে শীর্ষে মিরাজ, শেষে রুবেল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০১৮, ১৭:৩৮

শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি শেষ হওয়ার দীর্ঘ দু’মাস পর আবারও ব্যস্ততা ফিরে এসেছে হোম অব গ্রাউন্ডে। শের ই বাংলা স্টেডিয়ামের একাডেমিতে একত্রিত হয়েছেন প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা। সবার লক্ষ্য ভারতের মাটিতে আফগানিস্তান সিরিজ আর ওয়েস্ট ইন্ডিজ সফর।

আজ রোববার সকাল পৌনে নয়টার দিকে কন্ডিশনিং কোচ মারিও বিল্লা ভারায়নের কাছে রিপোর্ট করেন টাইগাররা। এরপর হয় ঘণ্টাখানেকের জিম সেশন। তারপরই হয় বিপ টেস্ট।

এই টেস্টের মাধ্যমেই জানা যায় কার অবস্থা কেমন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেঁধে দেয়া নিয়ম অনুযায়ী সর্বনিম্ন বিপের পরিমাণ থাকতে হবে ১০। কিন্তু পরীক্ষার পর দেখা গেল অনেকেরই অবস্থান ১০ এর নিছে। এ তালিকায় ৮.২ মাত্রা নিয়ে সবার নিছে আছেন পেসার রুবেল হোসেন। তার মানে রুবেলের হার্টে পরিমাণের চেয়ে কম অক্সিজেন সরবরাহ হচ্ছে।

তবে চিন্তার কোনো কারণ নেই ডান-হাতি এই পেসারের। ফিজিওর দেয়া নিয়ম অনুযায়ী চললে দ্রুতই সেরে যাবে এই সমস্যা। রুবেলের মত ১০ এর নিছে আছে আরও দুই জন। তামিম ইকবালের ৯.১৪ আর আব্দুর রাজ্জাকের ৯.৪।