• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বল নিয়ে ফিরছেন নেইমার

স্পোর্টস ডেস্ক

  ১৩ মে ২০১৮, ১১:৩৩

ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর। ধৈর্যের পালা শেষ। অবশেষে বল নিয়ে নিজের শৈলী দেখাবেন নেইমার। প্যারিস সেন্ট জামের্ই (পিএসজি) শিবিরে আগেই ফিরেছেন সেলোকাও তারকা। এবার ফ্রেঞ্চ লিগ ওয়ানের দলটির হয়ে মূল অনুশীলনে নামছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গেলো ২৬ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ লিগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে ডান পায়ে চোট পান বিশ্বর সবচেয়ে দামি ফুটবলার। এর এক সপ্তাহ পরেই তাকে ফ্রান্স থেকে ব্রাজিলে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার অস্ত্রোপচার থেকে শুরু করে সব ধরনের চিকিৎসা চলছিল। তবে এখন অনেকটাই সুস্থ এবারের রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলিয়ানদের স্বপ্নের নায়ক নেইমার।

আর ২৫ বছর বয়সী এই তারকা মাঠে ফেরায় পিএসজির চেয়েও এখন বেশি স্বস্তিতে খোদ ব্রাজিলিয়ানরা। কারণ নেইমারকে ঘিরেই যে সেলেকাওদের হেক্সা জয়ের সব স্বপ্ন।
--------------------------------------------------------
আরও পড়ুন : কোহলি-ডি ভিলিয়ার্সে ছিটকে গেলো দিল্লি
--------------------------------------------------------

আসন্ন রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল ‘ই’ গ্রুপে রয়েছে। এই গ্রুপে দক্ষিণ আমেরিকার দেশটির প্রতিপক্ষ কোস্টারিকা, সুইজারল্যান্ড ও সার্বিয়া। আগামী ১৮ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এদিকে পিএসজির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, পিএসজির ট্রেনিং ক্যাম্পে যোগ দিচ্ছেন নেইমার। সেখানে বল নিয়ে নিজের শারীরিক প্রস্তুতি নেবেন।

প্যারিসের ক্লাবটির পক্ষে আরও জানানো হয়, শনিবার চিকিৎসকের দেয়া রিপোর্ট অনুযায়ী ব্রাজিলিয়ান তারকার অবস্থা বেশ ভালো। ডান পায়ের ফিফথ মেটাটারসালের ইনজুরি কাটিয়ে বেশ ফিট তিনি।

গত সপ্তাহে ফ্রান্সে উড়ে আসেন সাম্বা তারকা। লিগ ওয়ান চ্যাম্পিয়ন দলটির হয়ে জিমে ওয়ার্ক আউট ও মাঠে জগিং করেছেন। এবার পালা বল নিয়ে নিজের নৈপুণ্য দেখানো।

আরও পড়ুন :

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ম্যাচ হেরে রেফারিকে কাঠগড়ায় তুললেন জাভি
ঘটনাবহুল ম্যাচে বার্সাকে কাঁদিয়ে সেমিতে পিএসজি
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
নেইমারকে গ্যালারিতে বসিয়ে আল-হিলালের ট্রফি উদযাপন
X
Fresh