• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

অভিষেকেই বাজিমাত অভিষেকের

স্পোর্টস ডেস্ক

  ১২ মে ২০১৮, ২৩:০৪

দুই লাস্ট বয়ের লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে অনবদ্য ব্যাটিং করলো দিল্লি ডেয়ার ডেভিলস। ফের একবার অসাধারণ ব্যাটিং পারফর্ম্যান্স দেখালেন ঋষভ পন্থ। আগের ম্যাচে শতরান করার পরে এদিন ৩৪ বলে করে গেলেন ৬১ রান। শেষদিকে নবাগত অভিষেক শর্মা ধুন্ধুমার ব্যাটিং করে দিল্লিকে ৪ উইকেটে ১৮১ রানে পৌঁছে দিলেন। ব্যাঙ্গালুরুকে জিততে হলে করতে হবে ১৮২ রান।

আজ রোববার দিল্লির ফিরোজ শাহ কোটলার মাঠে টসে জিতে আরসিবির অধিনায়ক বিরাট কোহলি দিল্লিকে ব্যাট করতে পাঠান।

শুরুতেই যুজবেন্দ্র চাহালের বলে ২ রানে ফেরেন পৃথ্বী শ। এরপরে জেসন রয়ও চাহালের স্পিনে বোল্ড হয়ে ১২ রানে ফেরেন। মিডল অর্ডারে অধিনায়ক শ্রেয়স আইয়ার ৩২ রান করেন। শেষদিকে বিজয় শঙ্কর ২০ বলে ২১ রান করেন।

প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে নেমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের ব্যাটসম্যান অভিষেক মাত্র ১৯ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। বামহাতি এই ব্যাটসম্যানের অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে দিল্লি ৪ উইকেটে ১৮১ রানে পৌঁছে যায়। শেষ পাঁচ ওভারে ৬১ রান তোলে দিল্লি। যার মধ্যে অভিষেকই সর্বাধিক রান করে যান।