• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

সাড়ে ৪০০ রানের ম্যাচে জয় পেয়ে টিকে রইল কলকাতা

স্পোর্টস ডেস্ক

  ১২ মে ২০১৮, ২০:১৪

অদম্য লড়াই চালিয়েও ম্যাচ জিততে পারলো না কিংস ইলেভেন পাঞ্জাব। ইন্দোরের হলকার স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৪ রানে থামে রবিচন্দ্রণ অশ্বিনের দল। ৩১ রানে পাঞ্জাবকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে দিলো কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালস। প্লে-অফে যেতে হলে পরের দুই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই শাহরুখ খানের দলের।

কলকাতার দেয়া প্রায় আড়াইশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয় স্বাগতিকদের। লোকেশ রাহুল ও ক্রিস গেইল তুলে নেন ৫০ রানের জুটি। দলীয় ৫৭ রানের মাতায় ১৭ বলে ব্যক্তিগত ২১ রান করে ক্যারিবীয় ওপেনার ফিরলে স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রীতি জিনতার দল।

দ্রুত মিডল অর্ডারে ধস নামলেও দলকে এগিয়ে নিয়ে যান রাহুল। নবম ওভারে দলীয় ৯৩ রানে থামেন ডানহাতি এই ওপেনার। ফিরে যাবার আগে ২৯ বলে ৬৬ রান করেন ফর্মে থাকা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

--------------------------------------------------------
আরও পড়ুন : অভিষেক টেস্টে পাকিস্তানের বিপক্ষে আইরিশদের দাপট
--------------------------------------------------------