• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

মেসিকে টপকিয়ে গোল্ডেন-সু জিততে যা করতে হবে সালাহকে

স্পোর্টস ডেস্ক

  ১১ মে ২০১৮, ১৫:৪৯

গত এক দশক ধরে বিশ্ব ফুটবল শাসন করছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এই দুই তারকার মধ্যেই দীর্ঘদিন ধরে চলছে প্রতিদ্বন্দ্বিতা। তবে চলতি মৌসুমে এবার সে চিত্রে ভিন্ন প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। যেখানে পাল্লাপাল্লি চলছে বার্সেলোনার মহাতারকা মেসি ও লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ’র মধ্যে। তারা দুজনে চলতি মৌসুমে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় মেতেছেন।

ইউরোপিয়ান সোনার জুতোর (গোল্ডেন সু) দ্বৈরথ কখনও মিশরীয় রাজা সালাহ মেসিকে ছাড়িয়ে যাচ্ছেন। আবার কখনও সালাহ ছাড়িয়ে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসিকে।

নিজেদের সবশেষ ম্যাচে বিশাল জয় পায় বার্সা। স্প্যানিশ লা লিগার এই ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে ৫-১ গোলে বিধ্বস্ত করে কাতালান ক্লাবটি। এতে আন্দ্রে ইনিয়েস্তার দেয়া পাসে একটি গোল করেন মেসি। চমৎকার গোলটির জন্য চলতি মৌসুমে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর গোলসংখ্যা দাঁড়িয়েছে মোট ৩৪টি।

--------------------------------------------------------
আরও পড়ুন : রেফারির কলার চেপে ধরায় তুলকালামকাণ্ড
--------------------------------------------------------