• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

টানা চতুর্থ শিরোপার পথে জুভিদের চার গোল

স্পোর্টস ডেস্ক

  ১০ মে ২০১৮, ১৪:১২

২০ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড মিলান শিবির। আর এতেই টানা চতুর্থবারের মতো ইতালিয়ান কাপের শিরোপা নিজেদের করে নিলো তুরিনের ওল্ড লেডি খ্যাত জুভেন্টাস। এর আগে আর কোনো দল টানা দুবারের বেশি এই শিরোপা জিততে পারেনি। সব মিলিয়ে ইতালিয়ান ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ এই প্রতিযোগিতায় রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন তারা।

এই জয়ের ফলে টানা চতুর্থ ঘরোয়া ডাবল জয়ের পথে এগিয়ে গেলো জুভিরা। শেষ দুই ম্যাচে এক পয়েন্ট পেলেই টানা সপ্তমবারের মতো সিরিআ’র শিরোপা জিতবে জুভিরা।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতের ফাইনালে ম্যাচের প্রথমার্ধে কোনো দলই স্কোর করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৬ থেকে ৭৬ এই ২০ মিনিটের ছোট্ট ঝড় বয়ে গেছে মিলানের ওপর দিয়ে!

--------------------------------------------------------
আরও পড়ুন : প্রিমিয়ার লিগে ম্যানসিটির ইতিহাসের রাত
--------------------------------------------------------

৫৬ মিনিটে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন বেনাতিয়া। আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালার কর্নার থেকে হেডে বল জালে জড়ান ফরাসি এই সেন্টারব্যাক।

৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডগলাস কস্তা। ডি-বক্সের সামনে থেকে বাঁ পায়ের জোরালো লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার।

তিন মিনিট পর মিলানের গোলরক্ষকের ভুলে স্কোরলাইন হয়ে যায় ৩-০। মারিও মানজুকিচের হেড গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমার হাত ফসকে পড়ে যায়। খুব কাছ থেকে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন বেনাতিয়া।

আর ৭৬ মিনিটে মিলানের নিকোলা কালিনিকের আত্মঘাতী গোলে শিরোপা নিশ্চিত হয়ে যায় জুভেন্টাসের। মিরালেম পিয়ানিচের কর্নার থেকে আসা বল কালিনিকের মাথা ছুঁয়ে নিজেদের জালেই জড়িয়ে যায়।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh