• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দিবালা-ইকার্দির বিশ্বকাপ ভবিষ্যৎ কী?

স্পোর্টস ডেস্ক

  ০৫ মে ২০১৮, ১৮:০৯

দলের প্রধান খেলোয়াড়দের ওপর নজর রাখতে ঘনঘন ইউরোপ ট্যুর করছেন হোর্হে সাম্পওলি। সুযোগ পেলেই সেরে নিচ্ছেন নিজেদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা। জাতীয় দলের জার্সি গায়ে নিজেরদের সেরাটা দেবার জন্য শিষ্যদের উজ্জীবিত করতে কাজ করে যাচ্ছেন আর্জেন্টাইন কোচ। এবার কিছুটা ভিন্ন পন্থা অবলম্বন করছেন সাম্পওলি।

সাধারণত বার্সেলোনায় দলের সবচেয়ে সেরা তারকা লিওনেল মেসি ও অভিজ্ঞ হ্যাভিয়ের মাশ্চেরানোকে পেয়ে যেতেন। গেলো কয়েক বছর ধরে ইংলিশ প্রিমিয়ার লিগেও নিজেদের শক্ত অবস্থান করে নিয়েছে আলবিসেলেস্তেরা।

তবে ইতালিয়ান সিরি আ’ আর্জেন্টাইনদের জন্য সেকেন্ড হোম হিসেবেই পরিচিত। ডিয়েগো ম্যারাডোনা থেকে গাব্রিয়েল বাতিস্তুতা কিংবদন্তিরা সবাই খেলেছেন লিগের ঐতিহাসিক দলগুলোর হয়ে। বর্তমানের আকাশী-সাদা শিবিরের হয়ে খেলা দুই আলোচিত ও বিতর্কিত দুই তারকাও খেলছেন ইউরোপের অন্যতম সেরা এই লিগে।

--------------------------------------------------------
আরও পড়ুন : দিল্লির বিপক্ষে হায়দরাবাদের এক পরিবর্তন!
--------------------------------------------------------