• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

গোল্ডেন সু রেস জমিয়ে দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক

  ৩০ এপ্রিল ২০১৮, ১৮:১৭

ইউরোপিয়ান সোনার জুতোর দ্বৈরথ আরো জমিয়ে তুললেন লিওনেল মেসি। এবারের মৌসুমে অনবদ্য পারফরম্যান্সের সুবাদে মেসি-রোনালদোর কপালে চিন্তার রেখা ফেলেন মিশরের মোহামেদ সালাহ। বিগত মৌসুমগুলোতে এ লড়াইটা ছিল শুধু মেসি-রোনালদোর।

এবারের মৌসুমে সালাহ ও মেসির মধ্যে যেনো ইঁদুর-বিড়াল খেলা শুরু হয়েছে। আজ একজন তো দুদিন পরই আবার ঘটে উল্টোটা। এই ইদুর-বিড়ালের দ্বৈরথে রোববার সালাহকে পেছনে ফেললেন লিওনেল মেসি।

রোববার রাত পর্যন্ত এ লড়াইয়ে এগিয়ে ছিলেন সালাহ। লিভারপুলের হয়ে মিশরীয় উইঙ্গার মৌসুমে লিগে গোল করেছেন ৩১টি। কাল পর্যন্ত লিগে মেসির গোল ছিল ২৯টি। সালাহকে টপকাতে তাই মেসির দরকার ছিল হ্যাটট্রিক করা। রোববার দেপোর্তিভোর বিপক্ষে হ্যাটট্রিকই করেছেন বার্সেলোনার আর্জেন্টাইন খুদে জাদুকর। এই হ্যাটট্রিকের ফলে লিগে তার গোল এখন ৩২টি।

--------------------------------------------------------
আরও পড়ুন : মামলা জিতলে ভারতকে খেলতেই হবে: পিসিবি
--------------------------------------------------------

শুধু ইউরোপিয়ান সোনার জুতো দৌড়ে সালাহকে টপকে সবার উপরে উঠে যাওয়া নয়। রোববারের হ্যাটট্রিকের মধ্য দিয়ে অন্য একটা রেকর্ডও গড়েন মেসি। এ নিয়ে ক্যারিয়ারে ৭ম বারের মতো লিগে মৌসুমে ৩০ বা তার বেশি গোল করার কীর্তি দেখালেন আর্জেন্টাইন তারকা। ইতিহাস বলছে, লা লিগার ইতিহাসে আর কোনো খেলোয়াড়ই ক্যারিয়ারে এতো বেশিবার লিগ গোলে ৩০-এর কোটা পেরোতে পারেননি। মানে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন মেসি।

লিগ গোলের হিসেবে মেসি সালাহকে পেছনে ফেলেছেন বটে। কিন্তু সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে দুজনের গোলই এখন সমান। লিভারপুলের হয়ে মৌসুমে সালাহও করেছেন মোট ৪৩ হোল। কালকের হ্যাটট্রিকসহ মেসিরও মৌসুমে মোট হলো ৪৩টি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোল করাদের তালিকায় তাদের দুজনের ঠিক পেছনেই আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার করেছেন মোট ৪২ গোল। তবে সালাহ ৪৩ গোল করেছেন ৪৭ ম্যাচে। সব মিলে মৌসুমে মেসি খেলেছেন ৫১ ম্যাচ। রোনালদো ৪০ ম্যাচেই করেছেন ৪২ গোল।

বার্সেলোনার লিওনেল মেসি এবারের মৌসুমে লা লিগায় ৩৩ ম্যাচে করেছেন ৩২ গোল, চ্যাম্পিয়নস লিগের ১০ ম্যাচে করেছেন ৬ গোল, কোপা দেল রের ৬ ম্যাচে করেছেন ৪ গোল, সুপার কোপার ২ ম্যাচে করেছেন ১ গোল। সর্বমোট ৫১ ম্যাচে করেছেন ৪৩ গোল। বার্সার হয়ে এ মৌসুমে আর ম্যাচ বাকি আছে ৪টি।

লিভারপুলের মোহামেদ সালাহ এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে করেছেন ৩১ গোল, চ্যাম্পিয়নস লিগের ১১ ম্যাচে করেছেন ১০ গোল, চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফিকেশনের ২ ম্যাচে করেছেন ১ গোল, এফ এ কাপের ১ ম্যাচে করেছেন ১ গোল। সর্বমোট ৪৮ ম্যাচে করেছেন ৪৩ গোল। এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে পাবেন আর ২টি ম্যাচ। আর চ্যাম্পিয়নস লিগে পাবেন ১টি ম্যাচ। তবে যদি দল ফাইনালে ওঠে তাহলে আরো একটি ম্যাচ পাবেন সালাহ।

রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো এবারের মৌসুমে লা লিগায় ২৫ ম্যাচে করেছেন ২৪ গোল, চ্যাম্পিয়নস লিগের ১১ ম্যাচে করেছেন ১৫ গোল, ক্লাব ওয়ার্ল্ড কাপের ২ ম্যাচে করেছেন ২ গোল, উয়েফা সুপার কাপের ১ ম্যাচ খেলে কোনও গোল করতে পারেননি, সুপার কোপার ১ ম্যাচে করেছেন ১ গোল। সর্বমোট ৪০ ম্যাচে করেছেন ৪২ গোল। রিয়ালের হয়ে এ মৌসুমে লা লিগার ম্যাচ বাকি আছে ৪টি। আর চ্যাম্পিয়নস লিগের ম্যাচ বাকি রয়েছে ১টি। তবে দল যদি ফাইনালে ওঠে তাহলে আরো একটি ম্যাচ পাবেন রোনালদো।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোস্টারিকাকে হারাল মেসিহীন আর্জেন্টিনা
X
Fresh