• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চাইনিজ তাইপেকে বিধ্বস্ত করলো বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ এপ্রিল ২০১৮, ১৪:৩৪

যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাই প্রতিযোগিতায় সিঙ্গাপুর ও কম্বোডিয়াকে বড় ব্যবধানে হারানোর পর আরেকটি বড় জয় পেয়েছে বাংলাদেশ।

শুক্রবার সকালে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত নিজেদের চতুর্থ গ্রুপ ম্যাচে লাল-সবুজ জার্সিধারীরা ১২-২ গোলে উড়িয়ে দিয়েছে চাইনিজ তাইপেকে। এ জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠলো সবুজ-মহসিনরা।

টুর্নামেন্টে বাংলাদেশ প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১০-৪ ও কম্বোডিয়াকে ২০-০ গোলে হারানোর পর মালয়েশিয়ার কাছে ৭-৪ গোলে হেরেছিল। শুক্রবার সকালে মালয়েশিয়ার কাছে পাকিস্তান ১২-১ গোলে হারায় সেমিফাইনালের সম্ভাবনা টিকে আছে বাংলাদেশের।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিক্রি হয়ে যাচ্ছে ওয়েম্বলি স্টেডিয়াম
--------------------------------------------------------

বিকেল ৫টায় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচ ড্র করলেই পাকিস্তানকে টপকে ফাইভ-এ সাইড এ প্রতিযোগিতার শেষ চারে উঠবে লাল-সবুজ জার্সিধারীরা।

৪ ম্যাচ শেষে ১২ পয়েন্ট নিয়ে ‌বি' গ্রুপের শীর্ষে মালয়েশিয়া। পাকিস্তান ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নিচে। ১১ দলের এই বাছাই পর্ব থেকে সেরা দুই দল পাবে অক্টোবরে আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য যুব অলিম্পিক গেমসের টিকিট। ২০১৪ সালে বাংলাদেশ বাছাই পর্বের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল। বাংলাদেশ ও পাকিস্তান খেলেছিলে নানজিন যুব অলিম্পিকে। গত আসরের দুই ফাইনালিস্ট বাংলাদেশ ও পাকিস্তান এবার নামেছে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ক্রীড়ামন্ত্রী হস্তক্ষেপ না করলে হকির মৃত্যু ঘটবে’
হকি ফেডারেশনের সহসভাপতি ইউসুফ আর নেই
X
Fresh