• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সম্ভাবনাময় কিশোর থেকে ক্রিকেট গ্রেট

স্পোর্টস ডেস্ক

  ২৪ এপ্রিল ২০১৮, ১২:৫৭

মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক ঘটেছিল এক কিশোরের, যার ঝোলায় রয়েছে একশোটি শতরানের ইনিংস৷ ভারতীয়রাতো ‘ক্রিকেটের ঈশ্বর’ বলে বিশেষায়িত করেছেন অনেক আগেই৷ এক সম্ভাবনাময় কিশোর থেকে ক্রিকেট গ্রেট হয়ে ওঠেছিলেন। অস্ট্রেলিয়ার ডন ব্র্যাডম্যানের থেকে আদায় করে নিয়েছিলেন প্রশংসাসূচক বাক্য। শচীন টেন্ডুলকারের জন্মদিনটা তো নিঃসন্দেহে বিশেষ হবেই৷

১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার। জাতীয় দলের হয়ে ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন শচীন। ২০১১ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে নিজেকে উজাড় করে দিয়েছিলেন।

বয়সের ছাপ যেমন পড়েনি ডান-হাতি এই ব্যাটসম্যানের মুখে, তেমনি পড়েনি তার ক্রিকেটেও৷ সারা বিশ্বকে নিজের ক্রিকেট মন্ত্রে দীক্ষা দিয়েছেন এই জাদুকর৷ ২৫তম শতকেই ব্র্যান্ডে পরিণত হয়েছিলেন বিশ্বের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার৷ সেখান থেকে শুধুই এগিয়ে নিয়ে গেছেন নিজেকে৷ ঝোলায় ৩৪ হাজার ৩৫৭ রান সব মিলিয়ে এক আকাশ ছোঁওয়া চরিত্র৷

ক্রিকেট ছেড়ে দিয়েছেনও পাঁচ বছর আগে৷ ২০১৩ সালের নভেম্বরে ২০০তম টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তাও আজও ক্রিকেট বললেই তার নামই সবার আগে মনে আসে, শুধু ভারতীয় ক্রিকেটে নয়, বিশ্ব ক্রিকেটে তিনি মাইলস্টোন৷

জন্মদিনের সেলিব্রেশন আগেই শুরু হয়ে গেছে৷ জন্মদিনের একদিন আগে একটি বই প্রকাশ অনুষ্ঠানে কেক কেটেছেন। এসময় ভারতের কোচ রবি শাস্ত্রী, বর্তমান দলের সহ অধিনায়ক রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক উপস্থিত ছিলেন।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh