• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ভলিবলে গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

  ২৩ এপ্রিল ২০১৮, ২০:১১

নেপালের পর এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ইন্টারন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপে গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৩-০ সেটের জয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে উঠেছে আলি পোর আরোজির দল।

স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে সোমবার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের গ্যালারিতে ফেরে উৎসবের আমেজ। বাংলাদেশ-বাংলাদেশ শ্লোগানে তারা মুখরিত করে রাখে গ্যালারি। হরসিত-আতিকুররাও সমর্থকদের হতাশ করেননি। শুরু থেকে দাপুটে খেলে প্রথম সেট জিতে নেন ২৫-১৫ পয়েন্টে।

বাংলাদেশ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। ২০১৬ সালে চ্যাম্পিয়ন হওয়ার বছরও এই মালদ্বীপকে ৩-০ সেটে হারিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সেই আসরের পর দলকে ঢেলে সাজিয়েছে মালদ্বীপ ভলিবল অ্যাসোসিয়েশন। সেন্ট্রাল জোন টুর্নামেন্টকে সামনে রেখে পুরো দল ক্যাম্প করেছে থাইল্যান্ডে। তবু দলটিকে এবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে হল।

--------------------------------------------------------
আরও পড়ুন : আইসিসি-বিসিসিআইয়ের দ্বন্দ্বে ঝড়ের আভাস
--------------------------------------------------------

এদিন প্রথম দুই সেটই হেরে বসে তারা। তৃতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও লাভ হয়নি। তৃতীয় সেটে কিছুটা গুছিয়ে ওঠা মালদ্বীপ এক পর্যায়ে ১০-৬ পয়েন্টে এগিয়ে যায়। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২৫-২২ ব্যবধানে জিতে যায় বাংলাদেশ।

সেরা ‘ব্লকার’ নির্বাচিত হয়েছেন মালদ্বীপের আহমেদ। সেরা স্ট্রাইকার বাংলাদেশ দলের অধিনায়ক হরসিৎ বিশ্বাস। ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বাংলাদেশের মহসিন। ২৫ এপ্রিল সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৩-১ সেটে হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠা নেপালের কাছে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল মালদ্বীপ। টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তারা।

ছয় দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই আসর। ‘বি’ গ্রুপে খেলছে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও কিরগিজস্তান। ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত সর্বশেষ আসরে শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবারও শিরোপা ধরে রাখতে চায় তারা।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh