• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গেইলকে দলে নেয়ায় আইপিএল বাঁচলো, মানলেন শেবাগ

স্পোর্টস ডেস্ক

  ২১ এপ্রিল ২০১৮, ১৬:৫৫

চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের কথা মনে আছে? সেই নিলাম ভোলার কথা নয়। আকাশ ছোঁয়া দর পেয়ে যেমন অবাক করে ছিলেন কেএল রাহুল-রবিন উথাপ্পারা, তেমনই দল না পেয়ে অবাক করেছেন ইশান্ত শর্মার মতো তারকা পেসাররা। ইশান্তের মতোই অবস্থা হতে চলেছিল টি-টোয়েন্টির ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান ক্রিস গেইলেরও।

প্রথমবারের নিলামে অবিক্রিত থাকেন ক্যারিবীয় তারকা। দ্বিতীয় বারেও বাম-হাতি এই ওপেনারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। অবশেষে তৃতীয় বারের চেষ্টায় বীরেন্দ্র শেহবাগের পরামর্শে গেইলকে দলে নেয় প্রীতি জিনটার কিংস ইলেভেন পাঞ্জাব।

আর সেই গেইল-ই বর্তমানে আইপিএলে ঘুম ওড়াচ্ছেন বাকি অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর। প্রথম ম্যাচে ৬৩ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে ৬৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান।

--------------------------------------------------------
আরও পড়ুন : রেকর্ড শিরোপার সামনে বার্সেলোনা
--------------------------------------------------------