• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রিয়ালের মান বাঁচালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

  ১৯ এপ্রিল ২০১৮, ১০:০১

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নিজেদের সেরাটা দিলেও লা লিগায় জ্বলে উঠতে পারছে না রিয়াল মাদ্রিদ। আগেই লিগ সেরা হবার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। সবশেষ ম্যাচে মালাগার বিপক্ষে রোনালদো-বেলদের ছাড়া কষ্টের জয় রিয়ালের।

তবে বুধবার শক্তিশালী দল নিয়ে ঘরের মাঠে নামে রিয়াল। তবুও জয় পায়নি লস ব্লাঙ্কোসরা। সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদো-বেনজেমা-মার্সেলো-রামোসদের নিয়ে প্রায় হারতেই বসেছিল জিনেদিন জিদানের শিষ্যরা।

এদিন অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ১-১ গোলের কষ্টের ড্রয়ের পর পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু‘দল।

--------------------------------------------------------
আরও পড়ুন : টানা জয়ে শীর্ষে কলকাতা
--------------------------------------------------------

এদিন ফের কাণ্ডারি হয়ে দাঁড়ালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ৮৭তম মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ডের গোলে নিশ্চিত পরাজয় এড়িয়ে যায় স্বাগতিকরা।

ম্যাচের ৬৬ শতাংশ বল নিজেদের দখলে রেখেও ১৩তম মিনিটে বার্নাব্যুর গ্যালারির দর্শকদের স্তব্ধ করে দিয়ে স্বাগতিকদের জালে বল জড়ায় বিলবাও। ইনিগো কর্দোবার ডিফেন্স চেরা পাস খুঁজে পায় ইনাকি উইলিয়ামসকে। এগিয়ে আসা গোলরক্ষক কেইলর নাভাসের ওপর দিয়ে বল জালে পাঠান তিনি।

একর পর এক জোরালো আক্রমণ করেও জালের দেখা পায়নি রিয়াল। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দু‘দল।

দ্বিতীয়ার্ধে আবারো পাল্টা-আক্রমণে রিয়ালকে কাঁপিয়ে দেয় সফরকারীরা। ৬৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার খুব কাছে ছিল বিলবাওয়ের। সে সময়ে তিনবার বেঁচে যায় রিয়াল। অস্কার ডে মার্কোসের ক্রসে পা ছোঁয়াতে পারেননি মার্তিনেস। বল পেয়ে জোরালো শট নেন ইনিগো। বুক দিয়ে ঠেকিয়ে দেন কারভাহাল। ফিরতি বলে রাউল গার্সিয়ার শট ফিরে ক্রসবারে লেগে।

শুরুর ধাক্কা সামাল দিয়ে ধীরে ধীরে চাপ বাড়ায় রামোসের দল। তার সুফলও পায় ৮৭তম মিনিটে। লুকা মদ্রিচের শটে দারুণ দক্ষতায় দিক পাল্টে বল জালে পাঠান রোনালদো। চলতি আসরে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকার ২৪তম গোল।

সেই সঙ্গে ১৩ বছর পর বার্নাব্যুতে জয়ের খুব কাছে গিয়েও জয় বঞ্চিত বিলবাও।

এই ম্যাচে জয়ের পর ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই আছে রিয়াল। ৮৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

আরও পড়ুন :

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রিয়াল মাদ্রিদে আমার বিদায়ের সময় কেঁদেছিলেন আনচেলত্তি’
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
X
Fresh