• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সাকিবের প্রিয় নায়িকা কে?

স্পোর্টস ডেস্ক

  ১৮ এপ্রিল ২০১৮, ১৮:৪৭

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতাচ্ছেন সাকিব আল হাসান। প্রথম তিন ম্যাচে জয় পেয়ে একাদশতম আসরের পয়েন্ট টেবিলের চূড়ায় অবস্থান করছে তার দল।

নিজেদের চতুর্থ ম্যাচে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

বর্তমান অরেঞ্জ আর্মির সঙ্গে চন্ডিগড়ের মোহালিতে অবস্থান করছেন সাকিব। সেখানে ভারতীয় জনপ্রিয় রেডিও রেডএফমের সঙ্গে কথা বলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

প্রায় সাত মিনিটের ওই সাক্ষাতকারে মূলত মজার মজার প্রশ্নই করা হয়েছে ৩১ বছর বয়সী এই তারকাকে।

রেডএফমের আরজে নন্দ কিশোর বৈরাগী বলিউড নিয়ে আইপিএলের পরিচিত মুখকে প্রশ্ন করেন।

এসময় ভারতীয় সিনেমার প্রিয় গান কোনটি? এমন প্রশ্নের জবাবে এই স্পিনিং অলরাউন্ডার বলেন, ‘দিল সামহাল জা জারা’ গানটি তার ভালো লাগে।

ইমরান হাশমি ও জ্যাকুলিন ফার্নান্দেজ অভিনীত ‘মার্ডার টু’ সিনেমার এই গানটি গেয়েছেন দেশটির বর্তমান সময়ের সেরা গায়ক অরিজিত সিং।

এসময় বাম-হাতি এই ক্রিকেটারকে ওই আরজে মনে করিয়ে দেন এটিই অরিজিতের ক্যারিয়ারের প্রথম গান।

গেলো ৭ বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল মাতিয়েছেন এই অলরাউন্ডার। এবারের আসরে নতুন দল হায়দরাবাদের হয়ে তিন ম্যাচে ৫ উইকেট নিয়েছে। দুই ইনিংসে ব্যাট করতে নেমে করেছেন মোট ৩৭ রান।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিশ্ব একাদশের বিপক্ষে দলে ফিরলেন রাসেল
--------------------------------------------------------

সাক্ষাতকারের প্রায় শেষদিকে আরেকটি প্রশ্ন ছিল বলিউডে সাকিবের প্রিয় নায়িকা কে?

আরজে নন্দ কিশোরের এবারের প্রশ্নটির সোজা সাপটা জবাব দিলেন বর্তমান সময়ের সেরা ক্রিকেটার।

জানালেন তার প্রিয় নায়িকা হচ্ছেন ক্যাটরিনা কাইফ।

এসময় তার পাশে থাকা আরজে মজা করে বলেন, আমার যা পছন্দ তা আপনারও পছন্দ। আমাদের জন্যও কিছু ছেড়ে দিন। এমনিতেও অনেক কিছু পেয়েছেন আপনি।

চলতি বছরের আইপিএল নিলামে দুই কোটি রুপিতে (২ কোটি ৬২ লাখ টাকা) বাংলাদেশের এই তারকাকে দলে নিয়েছে দক্ষিণ ভারতের দলটি।

সাকিবের ভিত্তিমূল্য ছিল এবার ১ কোটি রুপি। প্রথম ডাকেই তাকে নিতে আগ্রহী হয় সানরাইজার্স।

আরও পড়ুন :

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুজরাটকে গুঁড়িয়ে দিল্লির রেকর্ড জয়
জালালের মন্তব্যকে সেরা জোকস বললেন সালাউদ্দিন
গুজরাটকে ব্যাটিংয়ে পাঠালো দিল্লি
ভারতের হাইব্রিড পিচে খেলা হচ্ছে না মোস্তাফিজের
X
Fresh