• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিজেদের শ্রেষ্ঠত্ব জানান দিতে চায় রাশিয়া

স্পোর্টস ডেস্ক

  ১৮ এপ্রিল ২০১৮, ১৫:৩৮

রাশিয়া জাতীয় ফুটবল দল রাশিয়ার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবলে প্রতিনিধিত্বকারী দল। এ দলটি রাশিয়ার ফুটবলে সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা রুশ ফুটবল ইউনিয়ন কর্তৃক পরিচালিত হচ্ছে। মস্কোর লুঝনিকি স্টেডিয়াম ও লোকোমোটিভ স্টেডিয়াম এবং সেন্ট পিটার্সবার্গের পেট্রোভস্কি স্টেডিয়াম এ দলের নিজস্ব মাঠ। দলটি এ পর্যন্ত তিনবার (১৯৯৪, ২০০২ এবং ২০১৪) বিশ্বকাপ ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এছাড়াও তারা ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনে স্বাগতিক দলের মর্যাদা লাভ করেছে। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে এ পর্যন্ত চারবার (১৯৯৬, ২০০৪, ২০০৮ এবং ২০১২) খেলেছে রুশ দলটি। তন্মধ্যে ২০০৮ সালে বড়ধরনের প্রতিযোগিতা হিসেবে গ্রুপ-পর্বের বাঁধা অতিক্রম করাই ছিল তাদের সর্ববৃহৎ সাফল্যগাঁথা। অবশ্য, সাবেক সোভিয়েত ইউনিয়ন জাতীয় ফুটবল দলের সাফল্যের সাথে এর কোনো সম্পর্ক নেই।

--------------------------------------------------------
আরও পড়ুন : পাকিস্তান-নেপাল-ভুটানকে পেলো বাংলাদেশ
--------------------------------------------------------