• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

বায়ার্নের ডাগ আউটে কোভাচ

স্পোর্টস ডেস্ক

  ১৪ এপ্রিল ২০১৮, ১২:৪৪

কার্লো আনচেলত্তি বরখাস্ত হওয়ার পর থেকে বায়ার্ন মিউনিখের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে আছেন ইয়ুপ হেইঙ্কেস।দায়িত্ব নিয়েই বায়ার্নকে টানা ষষ্ঠ বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করেন এই কোচ। তবে চলতি মৌসুমের শেষে দায়িত্ব ছাড়বেন এই জার্মান কোচ। আগামী মৌসুম থেকে বায়ার্নের ডাগ আউটে দেখা যাবে নিকো কোভাচকে। হেইঙ্কেসের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

তিন বছরের চুক্তিতে বায়ার্নের কোচ হয়েছেন কোভাচ। ১৩ এপ্রিল কোভাচের সঙ্গে চুক্তির ব্যাপারটি আনুষ্ঠানিকভাবে জানান জার্মান ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর হাসান সালিহামিদজিক।

তিনি বলেন, আমরা তিন বছরের চুক্তি সম্পন্ন করেছি। নিকোকে কোচ হিসেবে পেয়ে আমরা খুশি। সে বায়ার্নের হয়ে আগে খেলেছে। ক্লাবের সবকিছুই তার জানা। ক্লাবের ডিএনএ সম্পর্কে তার ভালো ধারণা আছে। আগামী ১ জুলাই থেকে দলের সঙ্গে যোগ দিবেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিকেলে মুস্তাফিজ রাতে সাকিব
--------------------------------------------------------

যদিও ভারপ্রাপ্ত কোচ হেইঙ্কেসের উত্তরসূরি হওয়ার দৌড়ে ছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ থোমাস টাখেল। কিন্তু তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়ায় কোভাচকেই দায়িত্ব দেয়া হয়েছে।

২০০১-২০০৩ সাল পর্যন্ত বায়ার্নের হয়ে খেলেছেন ৪৬ বছর বয়সী ক্রোয়েশিয়ান কোভাচ। ২০০৬ সালের বিশ্বকাপ ও ২০০৮ ইউরোতে ক্রোয়েশিয়ার অধিনায়ক ছিলেন কোভাক। ২০১৬ সাল থেকে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের প্রধান কোচ হিসেবে আছেন তিনি। গত বছর দলকে অবনমন অঞ্চল থেকে টেনে তোলেন তিনি। পৌঁছেছিল ডিএফবি পোকাল ফাইনালেও। এই মৌসুমে ফ্রাঙ্কফুর্টকে পঞ্চম স্থানে নিয়েছেন এই ক্রোট কোচ।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh