• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এশিয়া কাপের ১৪তম আসর হবে ওয়ানডে

স্পোর্টস ডেস্ক

  ১০ এপ্রিল ২০১৮, ১৮:৩৯

পাকিস্তান-ভারতের রাজনৈতিক টানা পোড়েনের কারণেই ভেন্যু বদল হল আসন্ন এশিয়া কাপের। ভারত থেকে সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

এর আগে ২০১২, ২০১৪ এবং ২০১৬ টানা তিন বার এশিয়া কাপ অনুষ্ঠিত হয় বাংলাদেশে। আয়োজক হিসেবেও দশে ১০ পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারো আশা জেগেছিল পুনরায় আয়োজক হবে বাংলাদেশ। শেষ পর্যন্ত আর হল না। এশিয়ান ক্রিকেট কাউন্সিল হয়তো একই স্বাদ চতুর্থবার দিতে চায়নি দলগুলোকে।

এশিয়া ক্রিকেট কাউন্সিল এবং পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ২০১৮ সালের এশিয়া কাপ ভারত থেকে সরিয়ে আরব আমিরাতে নেয়া হয়েছে। এছাড়াও ২০১৮ সালের ইমার্জিং এশিয়া কাপের আসর যৌথভাবে অনুষ্ঠিত হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কায়। আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে যুক্ত হবে আরেকটি দল।

--------------------------------------------------------
আরও পড়ুন : ১১ মৌসুম পর অ্যাটলেটিকোকে বিদায়
--------------------------------------------------------

নেপাল, হংকং, ওমান, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং স্বাগতিক দল আরব আমিরাতের মধ্যে অনুষ্ঠিত হবে বাচাই পর্ব। যেখান থেকে চ্যাম্পিয়ন দল নিয়ে মূল পর্বে মোট ৬টি দল খেলবে।

আগামী আসর নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ১৪তম আসর। গতবার বাংলাদেশে টি-টোয়েন্টি হলেও আগামীবার হবে ওয়ানডে আসর।

উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর।

আরও পড়ুন :

এমআর/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh