• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ইনজুরিতে পড়ে মাঠের বাইরে নাসির!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০১৮, ১৩:৫৯

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর চ্যাম্পিয়ন আবাহনীর অধিনায়ক নাসির হোসেন। মাত্রই শেষ করেছেন ডিপিএল। এখন ক্রিকেটের কোনো ম্যাচ নেই। তাই অবসর সময় কাটাতে ফুটবল খেলায় মেতে উঠেছিলেন নাসির হোসেন। ফুটবল খেলতে গিয়েই হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন এ ক্রিকেটার।

প্রাথমিক পর্যবেক্ষণ শেষে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী আরটিভি অনলাইনকে জানান, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার শঙ্কাও করা হচ্ছে। আরও সিউর হতে এমআরআই করানোর জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ঘরের মাঠে চেলসিকে আটকে দিলো ওয়েস্টহ্যাম
--------------------------------------------------------

এমআরআই করাতে জাতীয় দলের এই ক্রিকেটার গেছেন রাজধানীর অ্যাপালো হাসপাতালে। দেবাশীষ চৌধুরী জানান, এমআরআই রিপোর্ট পেলে আমরা নিশ্চিত হতে পারব।

সোমবার স্ক্রাচে ভর করে বিসিবি কার্যালয়ে আসেন নাসির। মেডিকেল রুমে ঢুকে দেবাশীষ চোধুরীকে হাঁটু দেখিয়ে চলে যান অ্যাপোলো হাসপাতালে।

বিসিবি বলছে, নাসির চোট পেয়েছেন ফিটনেস অনুশীলনের সময়। তবে শোনা যাচ্ছে অন্য কথা। একটি সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জ ক্রিকেট লিগ খেলতে গিয়ে ফুটবল অনুশীলন করার সময় ডান হাঁটুতে চোট পান নাসির।

মঙ্গলবার থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ড। তার আগে জাতীয় দলের ক্রিকেটারদের ইনজুরির মিছিল।

ইতোমধ্যে পিঠে টান পড়ায় খেলতে পারছেন না তাসকিন আহমেদ। কাঁধে চোট পাওয়া মেহেদী হাসান মিরাজও খেলতে পারছেন না। গ্রামের বাড়ি বাগেরহাটে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন রুবেল হোসেনও। এবার মাঠের বাইরে চলে গেলেন নাসির হোসেন।

আরও পড়ুন :

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সুব্বা রাও আর নেই
যুক্তরাষ্ট্র ক্রিকেটের দায়িত্বে বাংলাদেশের বিশ্বকাপজয়ী সাবেক কোচ
হাথুরুসিংহের ঢাকায় ফেরা নিয়ে যা জানাল বিসিবি
দলে ফেরা প্রসঙ্গে শান্তকে যা বলেছেন তামিম
X
Fresh