• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রোনালদোর হাসি কেড়ে নিলেন গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক

  ০৮ এপ্রিল ২০১৮, ২২:৪০

২০১২ সালের ডিসেম্বরে ২-১ গোলে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জয় পেয়েছিল রিয়াল মাদ্রিদ। এরপর স্প্যানিশ লা লিগার ম্যাচে সান্তিয়াগো বার্নাব্যুতে দুই দলের সবশেষ চার সাক্ষাতে একবারও জয় পায়নি রিয়াল। উল্টো চার সাক্ষাতের তিনবারই বার্নাব্যু থেকে জয় নিয়ে ফিরে গেছে অ্যাতলেতিকো। বাকি একবার ড্র।

আজ রোববার মাদ্রিদ ডার্বিটি ফের ১-১ গোলে ড্র হয়েছে।

নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে অতীত ভুলে জয় তুলে নিতেই মাঠে নেমেছিল লা লাগির বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে কোনো পক্ষই গোল পায়নি। দ্বিতীয়ার্ধে ৫৩তম মিনিটে রিয়ালের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে লিড পায় দল। চমৎকার ভলিতে এগিয়ে যায় স্বাগতিকরা।

--------------------------------------------------------
আরও পড়ুন : ফের রোনালদোর ‘বাইসাইকেল কিক’
--------------------------------------------------------

স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই ঘুরে দাঁড়াল সফরকারীরা। ৪ মিনিট পর গোল দিয়ে সমতায় ফেরান আতোঁয়া গ্রিজম্যান। স্প্যানিশ উইঙ্গার ভিটোলোর দেয়া পাসে গোল করেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড।

৬৪তম মিনিটে হুট করেই রোনালদোকে তুলে নেন রিয়াল কোচ জিনেদিন জিদান। এতে হতাশ হয় পুরো স্টেডিয়ামের দর্শকরা।

ম্যাচের অতিরিক্ত সময় রিয়ালের অধিনায়ক সার্জিও রামোসের শট স্বপ্ন দেখালেও চমৎকারভাবে তা ফিরিয়ে দেন অ্যাতলেটিকোর স্লোভেনিয়ান গোলকিপার ইয়ান অবলাক।

শেষ পর্যন্ত কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।

আরও পড়ুন :

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্সেনালকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গী বায়ার্ন
ম্যানসিটিকে কাঁদিয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ
ইংলিশ প্রিমিয়ার লিগসহ টিভিতে আজকের খেলা
‘রিয়াল মাদ্রিদ ও ম্যান সিটির ম্যাচটি দুর্দান্ত’
X
Fresh