• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সড়ক দুর্ঘটনায় হকি খেলোয়াড়সহ নিহত ১৪

স্পোর্টস ডেস্ক

  ০৭ এপ্রিল ২০১৮, ১৩:৫২

কানাডায় একটি লরি ও জুনিয়র আইস হকি টিম বহনকারী বাসের মধ্যে সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। স্থানীয় সময় শুক্রবার বিকেল ৫টায় সাসকাটচেয়ান প্রদেশের টিসডালের উত্তরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। খবর বিবিসির।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, বাসটির মধ্যে ২৮ জন ছিল। তাদের মধ্যে চালকসহ ১৪ জন নিহত হয়েছে। আরও ১৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এক টুইট বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো লিখেছেন, হতাহতের বাবা-মা কী ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সেটা আমি কল্পনাও করতে পারছি না।

--------------------------------------------------------
আরও পড়ুন : জমকালো উদ্বোধনের অপেক্ষায় আইপিএল
--------------------------------------------------------

নিপাউইন হকসের সঙ্গে একটি প্লে-অফ ম্যাচ খেলতে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হয় হামবোল্ডট ব্রোনকস নামের দলটি।
দলের সদস্যদের বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে বলে জানা গেছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ ইন্সপেক্টর টেড মুনরো বলেছেন, উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আর নিপাউইন এপোস্টেলিক চার্চে তথ্য ও সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।

তিনি বলেন, আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ওই ঘটনার পরপর হতাহতদের আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে জড়ো হতে থাকে। এদিকে বাসটি তোলার জন্য ক্রেন ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন :

এ/এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
ঈদযাত্রায় সড়কে ঝরল ৪০৭ প্রাণ
স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে, প্রাণ গেল কলেজছাত্রের
X
Fresh