• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চ্যাম্পিয়নদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ এপ্রিল ২০১৮, ২০:৪৪

হংকংয়ে চার জাতি জকি ক্লাব আন্তর্জাতিক নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (রোববার) স্বাগতিক হংকংকে ৬-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন সিউ সাই ওয়াংয়ে স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে তাহুরা খাতুন তুলে নেন হ্যাট্রিক। একটি করে গোল করেন সাজেদা খাতুন, শামসুন্নাহার ও আনুচিং মোগিনি।

প্রধানমন্ত্রী বলেন, টুর্নামেন্টে হংকংকে ৬-০ গোলে হারিয়ে বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ মেয়েদের ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানাই।

--------------------------------------------------------
আরও পড়ুন: শীর্ষে আশরাফুল-মাশরাফি
--------------------------------------------------------

এর আগে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১০-১ গোলে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ইরানকে ৮-১ গোলে হারায় তারা। এই ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন তহুরা।

নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানীর শিষ্যরা।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শামসুন্নাহার। দুই হ্যাট্রিকসজ মোট ৮ গোল দিয়ে সেরা গোলদাতা হয়েছেন তহুরা খাতুন।

আরও পড়ুন:

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh