• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সাকিবের অনন্য রেকর্ড

আরটিভি অনলাইন ডেস্ক

  ২২ অক্টোবর ২০১৬, ১৭:০৩

টেস্ট ক্রিকেটে অনন্য রেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন তিনি।

শনিবার চট্টগ্রামে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জো রুটকে (১) এলবিডব্লিউর ফাঁদে ফেলে এ মাইলফলক স্পর্শ করেন সাকিব। টেস্টে এখন এ বাঁহাতি স্পিনারের উইকেট সংখ্যা ১৫২।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন জাদুকরী স্পিনার মোহাম্মদ রফিক। সেই মাইলফলক আগেই স্পর্শ করেন সাকিব। এবার নিজের ৪৩তম টেস্টে ১৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করলেন টাইগারদের স্পিন আক্রমণের প্রধান অস্ত্র।

এর অগে বাঁ-হাতি স্পিনারদের মধ্যে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন মাত্র ৯ জন। এ তালিকায় ৩৬২ উইকেট নিয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh