• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২৪৮ রানেই গুটিয়ে গেলো বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৬, ১০:৩৪

ইংল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে গেলো বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২২১ রান তোলে মুশফিক বাহিনী। এ নিয়ে তৃতীয় দিন খেলতে নেমে আর মাত্র ২৭ রান যোগ করতে সক্ষম হয় টাইগাররা। এতে ইংলিশদের চেয়ে ৪৫ রানে পিছিয়ে থেকে মাঠ ছাড়তে তাদের।

এর আগে দিন শুরুর দ্বিতীয় বলেই দায়িত্বজ্ঞানহীন শট খেলে সাজঘরে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (৩১)। ৭৪.২ ওভারে দলীয় আগের রানেই স্পিনার মঈন আলীর বলে জনি বেয়ারস্টোর স্টাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন তিনি। এর কিছুক্ষণ পরেই আদিল রশিদের বলে স্টুয়ার্ট ব্রডের হাতে ক্যাচ দিয়ে একই পথে হাঁটেন শুক্রবার দিনের শেষদিকে ‘নাইটওয়াচম্যান’ হিসেবে মাঠে নামা শফিউল ইসলাম (২)। আর দলীয় ২৩৯ রানে বেন স্টোকসের এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফেরেন অভিষিক্ত মেহেদী হাসান মিরাজ (১)।

এরপর কিছুটা লড়াইয়ের আভাস দেন সাব্বির রহমান। তবে সে যাত্রায় তিনি নিজেই থেমে যান। দলীয় ২৪৮ রানে স্টোকসের বলে কুকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এ হার্ডহিটার। আর শেষ ব্যাটসম্যান হিসেবে দলীয় এ রানেই সেই স্টোকসের বলে বোল্ড যাওয়া-আসার মিছিলে যোগ দেন কামরুল ইসলাম রাব্বি।

এদিন ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার বেন স্টোকস। মাত্র ২৬ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। মঈন আলী নিয়েছেন ৩ উইকেট। আদিল রশিদ তুলে নিয়েছেন ২ উইকেট।১টি উইকেট গেছে গ্যারেথ বেটির দখলে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh