• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্বাধীনতা দিবসে ক্রিকেটের জয়

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ মার্চ ২০১৮, ১৯:৪৪

মহান স্বাধীনতা দিবসে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বসেছিল তারার মেলা। প্রীতি ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। আজ সোমবার এক মাত্র টি-টোয়েন্টি ম্যাচে আতহার আলী খানের বাংলাদেশ সবুজ দলকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে আকরাম খানের বাংলাদেশ লাল দল।

সাবেক টাইগারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন প্রতি বছরই করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬৬ সংগ্রহ করে সবুজ দল। জবাবে ১৮.১ ওভারে ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় লাল দল।

ম্যাচে দর্শক গ্যালরিতে উপস্থিত ছিলেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের পতাকা নিয়ে মাঠের পাশে দেখা যায় মুশফিকুর রহিমকে।

--------------------------------------------------------
আরও পড়ুন: স্মিথদের লঘু শাস্তি, আইসিসির ওপর চটেছে ক্রিকেটমহল
--------------------------------------------------------