• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শনিবার থেকে সুপার-সিক্সের লড়াই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ মার্চ ২০১৮, ২১:০৭

এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) শুরুর আগে বেশ কয়েকটি আশা দেখিয়েছিল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী এনাম আহমেদ। দেশের ক্রিকেটের এই মর্যাদা পূর্ণ আসরটি টিভিতে সম্প্রচারের কথা ছিল। গোলাপি বলে দিবা-রাত্রির ম্যাচ আয়োজন করার কথাও হয়েছিল। শেষ হয়েছে প্রথম পর্বের খেলা। তবে আগের বারের মতই রয়ে গেছে এবারের আসর।

আগামী শনিবার ২৪ মার্চ থেকে শুরু হবে সেরা ছয় দলকে নিয়ে দ্বিতীয় রাউন্ড। ২৫ মার্চ থেকে শুরু হবে রেলিগেশন পর্বের খেলা।

টিভি সম্প্রচার বা দিবা-রাত্রির ম্যাচ না পারলেও এবারের টুর্নামেন্টে থাকছে রিজার্ভ ডে এবং রিকভারি ডে। যার ফলে গত আসরগুলোর মদো তাড়াহুড়ো করে ম্যাচ আয়োজন করতে হবেনা। চাপ পড়বেনা ক্রিকেটারদের উপরও।

গত আসরগুলোতে রিজার্ভ-ডে তে খেলা থাকলেও দেখা যেতো পরের দিনই আবার খেলতে নামতে হতো দলগুলোকে। এবার রিকভারি-ডে থাকাতে খেলার পরের দিন বিশ্রাম পাবে খেলোয়াড়রা। এমনটিই জানালেন আয়োজক কমিটির সমন্বয়কারী আমিন খান।