• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাতৃত্বকালীন ছুটির কারণে র‌্যাঙ্কিংয়েই নেই!

স্পোর্টস ডেস্ক

  ২১ মার্চ ২০১৮, ১৭:২৩

সর্বকালের সেরা নারী টেনিস তারকাদের মধ্যে সেরেনা উইলিয়ামসের নাম সবার উপরে থাকাই স্বাভাবিক। উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি জিতেছেন এই আমেরিকান। মোট ২৩ গ্র্যান্ড স্লাম জিতে সবচেয়ে বেশি মৌলিক শিরোপা জেতা মার্গারেট কোর্টকে কয়েকদিনের মধ্যে ছুঁয়ে ফেলবেন।

এর বাইরে মেয়েদের একক টেনিস র‌্যাঙ্কিংয়ে কয়েক বছর ধরেই রাজত্ব করছেন সেরেনা। মাতৃত্বকালীন ছুটির কারণে কোর্ট ছাড়ার আগেও র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন টেনিস কুইন। অথচ প্রায় ১৩ মাস পর কোর্টে ফেরা সেরেনার নাম এখন র‌্যাঙ্কিংয়েই নেই।

আর তাই এই মার্কিন তারকাকে মিয়ামি ওপেনে খেলতে হচ্ছে অবাছাই হিসেবে। আর এই নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। মা হবার পর কোর্টে ফিরলে কেন একজন খেলোয়াড়ের র‌্যাঙ্কিং কমে যাবে এনিয়ে নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ভেনাসের কাছে সেরেনার হার
--------------------------------------------------------