• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

হ্যাজার্ডের হাত ধরে সাফল্য চায় বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক

  ২০ মার্চ ২০১৮, ২১:২৫

বেলজিয়াম উত্তর-পশ্চিম ইউরোপের একটি দেশ। এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। এটি ইউরোপের ক্ষুদ্রতম ও সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির একটি। বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য। এটি ইউরোপের সর্বাধিক নগরায়িত দেশ। এখানকার ৯৭% লোক শহরে বাস করে। নেদারল্যান্ডস ও লুক্সেমবার্গের সাথে মিলে বেলজিয়াম নিচু দেশগুলি গঠন করেছে।

ফুটবলে প্রাচীন ইউরোপীয় সংস্কৃতিধারী দেশ বেলজিয়াম। সেরা সাফল্য বলতে ১৯৮২ থেকে ২০০২ পর্যন্ত টানা ছয়টি বিশ্বকাপে খেলা এবং ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। বেলজিয়াম ফুটবলে সোনালি যুগ ধরা হয় ১৯৮০ থেকে ২০০২ পর্যন্ত সময়কে। আর ২০০৩ থেকে ২০১১ সালকে বলা হয় বেলজিয়ামের পেছনে হাঁটার যুগ। কারণ এ সময় দেশটির ফুটবল শুধু পেছনেই গেছে। ২০১১ সালের পর থেকে আবারও দেশটির ফুটবল ফিরে এসেছে আগের জায়গায়।
--------------------------------------------------------
আরও পড়ুন: নড়াইলের উন্নয়নে নড়াইল-এক্সপ্রেস
--------------------------------------------------------

মিরালাস, কোম্পানি, লুকাকু, মিডফিল্ডার ফেল্লাইনি, উইটসেল, ডেমবল, ডে ব্রুইন ও ইডেন হ্যাজার্ড এবং গোলরক্ষক কুর্তোসদের কল্যাণে এবার বেলজিয়ামকে আর কেউ পেছনের তালিকায় রাখবে না। ইডেন হ্যাজার্ডের মতো বড় তারকা থাকার উপস্থিতিতে বেলজিয়ানদের এবারের প্রত্যাশা বিশ্বকাপে আরও অনেক দূর যাওয়া।

ইডেন হ্যাজার্ডের স্কিল বেলজিয়ামের আক্রমণের আসল অস্ত্র। ভিনসেন্ট কোম্পানি, রোমেলু লুকাকুকে নিয়ে বেলজিয়াম এবারের বিশ্বকাপের ডার্ক হর্স। তবে মধ্যমাঠে বড় কোনো তারকা নেই।

বেলজিয়াম ফুটবলে পরিচালনা পরিষদরূপে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক বেলজিয়াম দল পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। ব্রাসেলসে অবস্থিত কিং বৌদোইন স্টেডিয়াম দলের নিজস্ব স্টেডিয়াম ও অনুশীলনী মাঠ হিসেবে ব্যবহার করা হয়।

ডাকনাম

:

রেড ডেভিলস

অ্যাসোসিয়েশন

:

রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন

কনফেডারেশন

:

উয়েফা (ইউরোপ)

সাব কনফেডারেশন

:

হেড কোচ

:

রর্বাটো মার্টিনেজ

অধিনায়ক

:

ইডেন হ্যাজার্ড

সর্বাধিক ম্যাচ

:

জেন ভার্টোঘেন (৯৮)

সর্বাধিক গোলদাতা

:

রুমেলু লুকাকু (৩১)

হোম ভেন্যু

:

কিং বৌদোইন স্টেডিয়াম

বর্তমান র‌্যাংকিং

:

৫ম

বেস্ট রেজাল্ট

:

১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট

বিশ্বকাপে অংশগ্রহণ

:

১৯৩০, ১৯৩৪, ১৯৩৮, ১৯৫৪, ১৯৭০, ১৯৮২,

১৯৮৬, ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০১৪, ২০১৮

সেরা খেলোয়াড়

:

ইডেন হ্যাজার্ড

আরও পড়ুন:

এএ

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
টিভিতে আজকের খেলা
ক্রিকেট-ফুটবলকে টপকে দেশসেরার খেতাব অ্যাথলেটিকসের
ইনজুরি কাটিয়ে ফিরছেন বাংলার ফুটবলের রক্ষণসেনা
X
Fresh