• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ওরা ভয়ডরহীন ক্রিকেট খেলে: রোহিত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৮, ১৮:০৭

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ১০ নম্বর দল বাংলাদেশ। ভারতের র‌্যাংকিং তিনে আর শ্রীলঙ্কা আট নম্বরে। কিন্তু নিদাহাস ট্রফিতে বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে বিপক্ষ দুই দলের কাঁপুনি ধরিয়ে দিয়েছে।

শ্রীলঙ্কাকে লিগ পর্বে দুই ম্যাচ হারিয়ে টুর্নামেন্ট থেকেই বিদায় করে ফাইনালে খেলেছে টাইগাররা। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাজেভাবে হারলেও পরের ম্যাচে ঠিকই ঘুরে দাড়িয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে জিততে জিততে হেরে যায় বাংলাদেশ।

টানা ৫ ম্যাচ জয়হীন বাংলাদেশ দল ফাইনালে খেলবে সেটি হয়তো স্বয়ং বাংলাদেশও ভাবেনি।

গতকাল রোববার কলম্বোর প্রেমাদাসায় ফাইনাল ম্যাচে ভারতের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করে বাংলাদেশ। ইনিংসের শুরুতে টাইগার ব্যাটসম্যানরা মুখ থুবড়ে পড়লে মিডল অর্ডার আর লোয়ার অর্ডারের ব্যাটিং দৃঢ়তায় ১৬৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় ভারতকে।