• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

শুরুতেই তিন উইকেট হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  ১৮ মার্চ ২০১৮, ১৯:৫৩

নিদাহাস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ দল। কিছুটা সাবধানি ব্যাটিং শুরু করেই ফিরে গেছেন লিটন কুমার দাস, তামিম ইকবাল ও সৌম্য সরকার। তিন জনই ক্যাচ আউট হয়েছেন।

শেষ খবর পর্যন্ত ৫ ওভারে টাইগারদের সংগ্রহ ৩৩ রান।

চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ক্যাচ দিয়ে ফিরে যান বলে লিটন। পরের ওভারের দ্বিতীয় বলে আউট হন তামিম। ওই ওভারের শেষ বলে আউট হন সৌম্য।

শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে ত্রিদেশীয় এই সিরিজের ফাইনালে স্বাভাবিকভাবেই ফেভারিট রোহিত শর্মার ভারত। তবে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে পর পর দুটি অসাধারণ জয়ের উৎফুল্ল টাইগাররা।

এ ম্যাচে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নেমেছ সাকিব আল হাসানের দল। আগের ম্যাচে দল থেকে বাদ পড়া বাঁ হাতি পেসার জয়দেব উদানকাত ভারত দলে ফিরেছেন। পেসার মোহাম্মদ সিরাজ বসেছেন বেঞ্চে।

বাংলাদেশ দল:

তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

ভারত দল:

শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, রোহিত শর্মা (অধিনায়ক), মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাত ও যুজবেন্দ্র চাহাল।

ওয়াই/পি

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh