• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশকে টেস্ট-ওয়ানডে স্ট্যাটাস দেয়াই ভুল!

স্পোর্টস ডেস্ক

  ১৮ মার্চ ২০১৮, ১৬:২৬

২২ গজের খেলা মাঠ পেরিয়ে ছড়িয়ে পড়েছে গণমাধ্যম আর সাধারণ সমর্থকদের মুখে মুখে। একটা ওভারই ক্রিকেট বিশ্বে সৌজন্যতার জন্য সুপরিচিত নম্র-ভদ্র বাংলাদেশ ক্রিকেট দলকে দিয়েছে ‘অভদ্রতার’ পরিচয়।

শ্রীলঙ্কার গণমাধ্যমে বাংলাদেশ দলের পাশাপাশি টানা হচ্ছে প্রয়াত আইসিসি’র সাবেক সভাপতি জগমোহন ডালমিয়াকে। লঙ্কান গণমাধ্যমের দাবী, বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দিয়ে বড় ভুলই করে ফেলেছিলেন ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) এই প্রধান কর্তা।

লঙ্কান প্রভাবশালী দৈনিক দ্য আইল্যান্ড লিখেছে, বাংলাদেশ গেট অ্যাওয়ে উইথ স্ল্যাপ অন দ্য রিস্ট। যেখানে হেয় করা হয় জগমোহন ডালমিয়াকে।

প্রয়াত ডালমিয়া বাংলাদেশ ক্রিকেটের পেছনে যা দিয়েছেন সেটি বাংলাদেশ ক্রিকেট আজীবন মনে রাখবে। ১৯৯৭ সালে ওয়ানডে স্ট্যাটাস আর ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাবার পেছনে এই মানুষটির অবদান কখনো ভুলার নয়। কিন্তু কয়েকটি দেশ এটিকে পক্ষপাত দৃষ্টিতে দেখেছেন।