• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এ যাত্রায় বেঁচে গেলেন সাকিব-সোহান!

স্পোর্টস ডেস্ক

  ১৭ মার্চ ২০১৮, ১৩:২২

শুধু সাকিব আল হাসানই নয় বাংলাদেশ দলও বেঁচে গেলো বলা যায়। আবেগী সাকিব দেশ আর দলের স্বার্থে যেটি করেছেন গতকাল শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের শেষ ওভারে সেটি নিঃসন্দেহে প্রশংসনীয় দেশের সমর্থকদের কাছে। কিন্তু কটু লেগেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)চোখে।

গতকাল শুক্রবার কলম্বোর প্রেমাদাসার ৩০ হাজার দর্শককে স্তব্ধ করে দিয়েছিল শেষ ওভারের পঞ্চম বলে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের উপর দিয়ে হাঁকানো ওভার বাউন্ডারিতে।

এর আগে উত্তাপ ছড়িয়েছিল মাঠে-ডাগ আউটে। ফাইনাল ওভারের প্রথম বলে ইশুরু উদানার করা প্রথম বল বাউন্স হবার পর দ্বিতীয় বলের উচ্চতা আগের বলের মাত্রাকেও ছাড়ায়।

আম্পায়ার প্রথম বলে ওয়ান-বাউন্সের সংকেত দিলেও পরের বলে সেটিও দেননি। লেগ আম্পায়ার এই ব্যাপারে কর্ণপাত করলেও মেইন আম্পায়ার তাতে সায় দেননি। এই বলে ‘নো বল’ না দিয়ে আম্পায়ার উলটো রান আউট দেন মুস্তাফিজুর রহমানকে। এতেই উত্তপ্ত হয়ে যায় মাঠ, আর ডাগ আউটে থাকা টাইগার শিবির। ক্ষিপ্ত হয়ে উঠে দলের অধিনায়ক সাকিব।

--------------------------------------------------------
আরও পড়ুন: ফাইনালে লঙ্কান ক্রিকেট প্রেমীদের সমর্থন চান সাকিব
--------------------------------------------------------

এ নিয়ে ম্যাচ রেফারির সঙ্গে বাকবিতণ্ডা হয় বিশ্বসেরা অলরাউন্ডারের। বাংলাদেশ দলের অতিরিক্ত খেলোয়াড় হিসেবে নুরুল হাসান সোহান তখন পানি নিয়ে মাঠে থাকা দুই ব্যাটসম্যানের সঙ্গে। এ সময় সোহানের সঙ্গেও লঙ্কান ক্রিকেটাররা ঝামেলায় জড়ান।

এক পর্যায়ে সাকিব উঠে আসার নির্দেশ দেন মাঠে থাকা দুই ব্যাটসম্যানকে। সাকিবের এমন সিদ্ধান্তকে ঠাণ্ডা মাথায় সামাল দেন মাঠে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ। তখন বাংলাদেশের দরকার ৪ বলে ১২ রান।

এমন সময়ে মাঠের উত্তাপ গ্যালারি ছড়িয়ে গেলো। ঠিক তখনই ওভারের তৃতীয় বলে ডিপ পয়েন্ট দিয়ে বাউন্ডারি হাঁকান রিয়াদ। এর পরের বলে ডিপ মিড উইকেট দিয়ে বল পাঠিয়ে নেন দুই রান।

স্ট্রাইকে থাকা রিয়াদ শেষ ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে লঙ্কানদের বিপক্ষে নিদাহাস ট্রফিতে স্বাগতিকদের বিপক্ষে টানা জয় তুলে নেয় টাইগাররা।

সাকিবের কথাতে যদি বাংলাদেশ দল মাঠ ছাড়তো তবে বাদ পড়তো টুর্নামেন্ট থেকে, আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী নিষেধাজ্ঞা আসতে পারতো গোটা দলের উপর।

ম্যাচ শেষে আম্পায়ার এবং ম্যাচ রেফারির বিচারে ম্যাচ ফি’র ২৫% জরিমানা করা হয় সাকিবকে। সঙ্গে যোগ হয়েছে একটি ডেমেরিট পয়েন্ট। দলপতির পাশাপাশি সোহানেরও শাস্তি হয়েছে। তবে আর্থিক জরিমানা নয়, তার নামের সঙ্গেও যোগ হয়েছে একটি ডেমেরিট পয়েন্ট।

এ নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন টাইগার দলপতি। তিনি বলেন, আমাকে আরও সতর্ক থাকা উচিৎ ছিল। আশা করি মাঠের বিষয়টা ম্যাচের সাথেই শেষ হয়ে গেছে। শ্রীলঙ্কা আমাদের ভালো বন্ধু। তারা আমাদের ক্রিকেটের ভাল খারাপ সব সময়ে পাশে থাকে।

আরও পড়ুন:

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
X
Fresh