• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এক ম্যাচে মুশফিকের দুই রেকর্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মার্চ ২০১৮, ২২:৪০

নতুন মাইলফলক স্পর্শ করলেন টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এর আগে তামিম ইকবাল ও সাকিব আল হাসান এই মাইলফলক স্পর্শ করেছেন।

অবশ্য এর আগে ফিল্ডিংয়ের সময় পঞ্চম উইকেটকিপার হিসেবে ডিসমিসালের অর্ধশত পূরণ করেন মুশফিক।

শুক্রবার শ্রীলংকার বিপক্ষে মাঠে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মুশফিকের সংগ্রহ ছিল৬৬ ম্যাচে ৯৭৫ রান। এক রান পূর্ণ করতে মুশফিকুর রহিমের প্রয়োজন ছিল ২৫ রান। ম্যাচটিতে তিনি আউটন হন ২৮ রান করে। এই রান করতে ২৫টি বল মোকাবেলা করেন তিনি।

নিদাহাস ট্রফিতে মুশফিকুর রহিম দারুণ খেলছেন। সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচটি ছিল ভারতের বিপক্ষে। ওই ম্যাচে ১৮ রান করেন তিনি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বল খেলে ৭২ রান করে অপরাজিত থাকেন তিনি। তারপর ভারতের বিপক্ষে ৫৫ বল খেলে ৭২ রান করে অপরাজিত থাকেন তিনি।